ভ্যালেনটাইন’স ডে-এ উপহার দেওয়া-নেওয়া শুধু প্রেমিক প্রেমিকার মধ্যেই সীমাবদ্ধ নয়। স্বামী-স্ত্রী, বাবা-মা, ভাই-বোন, সন্তান এবং যে কোনও প্রিয় বন্ধুর জন্যই উপহার দিতে পারেন। ছোট একটি উপহার মানুষের সর্ম্পক আরও বেশি মধুর করে তোলে। তবে ভালবাসার দিন কী উপহার দেবেন তা ঠিক করে উঠতে পারেন না অনেকেই। তাই পছন্দ না জেনে উল্টোপাল্টা উপহার দেওয়ার মানেই নেই।
advertisement
এ বছর সেরা পাঁচটি করে গিফট দিতে পারেন আপনার পকেটের সামর্থের মধ্যেই। এবছর ট্রেন্ডিং হিসেবে ছোট ছোট কাপল শো-পিস, লাইট দেওয়া লাভ শো পিস, ফটো ফ্রেম, ছোট মডেল, এমনকি সাউন্ড সিস্টেম লাভ সেট বাজার করছে বেশ ভালই।
আরও পড়ুন : ভ্যালেন্টাইন্স ডে-তে তারাপীঠ মন্দিরে বিয়ে করতে চান? জানুন দরকারি নিয়ম
এছাড়াও থাকছে বিভিন্ন গিফটের সরঞ্জাম। আপনাদের সুবিধার জন্য উপহারের কিছু ধারনা দিয়ে দিচ্ছি। আগেই ঠিক করে নিন কোন উপহারটি আপনি কিনতে চান। তাহলে ভ্যালেনটাইন’স ডে এর কেনাকাটা অনেক সহজ হয়ে যাবে।
মেয়েদের জন্য কিনতে পারেন: কার্ড, ফুল, মগ, সানগ্লাস, চকোলেট, গয়না, ব্যাগ, হাতঘড়ি, সুগন্ধি, গয়নার বক্স, ফুলদানি, পেইন্টিংস, ফোটোফ্রেম, মোবাইল ফোন সেট, পোশাক, ডায়েরি, বই।
ছেলেদের জন্য: কার্ড, ফুল, মগ, সানগ্লাস, চকোলেট, মানিব্যাগ, সুগন্ধি, চাবির রিং, শেভিং কিটস, হাতঘড়ি, বেল্ট, পোশাক, সিডি, ফটোফ্রেম, কলম, কাফলিংক সেট, টাই, ব্যাগ, আর বই।





