TRENDING:

Valentine's Day: ভ্যালেন্টাইন্স ডে তে পছন্দের কেক কিংবা চকলেট, এসব বানিয়ে স্বনির্ভরতার দিশা কলেজ ছাত্রীর

Last Updated:

বিদ্যালয় জীবন থেকে তার এই ধরনের নিত্য নতুন জিনিস বানানোর শখ। পরবর্তীতে কলকাতার এক প্রশিক্ষকের কাছে শিখেছেন কেক এবং চকলেট বানানো। বড়, বেশি পাউন্ডের কেক নয়, বরং তার জায়গায় এক দুজনের খাবার মত ছোট ছোট কেক তৈরি করছেন তিনি। 

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
পশ্চিম মেদিনীপুর: জন্মদিন শুধু নয়, জন্মদিনের পাশাপাশি বিভিন্ন অনুষ্ঠানে বাড়ছে চকলেট কিংবা কেকের চাহিদা। প্রিয়জনকে উপহার দেওয়া হোক কিংবা বিভিন্ন অনুষ্ঠানে ছোট ছোট কেক কিংবা পছন্দের কাস্টমাইজ চকলেটের চাহিদা বাড়ছে নিত্যদিন। পছন্দের সেই চকলেট এবং নিত্যনতুন ভ্যারাইটির কেক বানিয়ে একদিকে যেমন স্বনির্ভর হচ্ছেন এক কলেজ ছাত্রী তেমনই অন্যদের দিচ্ছেন স্বনির্ভরতার ভাবনা। বাড়িতেই স্বল্প পুঁজি দিয়ে শুরু করা তার এই ব্যবসা দিনে দিনে বহরে বাড়ছে। ইতিমধ্যেই অনলাইন এবং অফলাইন দুই মাধ্যমে বিক্রি করছেন তার হাতে বানানো এই কেক এবং চকলেট। প্রতি সপ্তাহে অর্ডারও মিলছে বেশ। ভ্যালেন্টাইন্স ডে উপলক্ষে পছন্দের কাস্টমাইজ ছোট ছোট কেক বানিয়েছেন তিনি।
advertisement

আরও পড়ুনঃ যদি টানা ৪৫দিন চিনি না খান তবে শরীরের কী হবে জানেন? সুগার তো কমবেই, আরও ২রোগ নির্মূল হবে

পশ্চিম মেদিনীপুরের দাঁতন সরাইবাজারের বাসিন্দা তৃতীয় বর্ষের কলেজ ছাত্রী শ্যামা নন্দী। প্রায় দেড় বছর আগে থেকেই নিজের শখের বসে শুরু করেছেন কেক এবং চকলেট তৈরির কাজ। নিজের জমানো সামান্য পুঁজি দিয়ে শুরু করেন তার এই ব্যবসা, কলকাতা থেকে শিখে এসে প্রত্যন্ত এলাকায় কেক এবং চকলেটের ব্যবসা করছেন তিনি। ‌ নিজের বাড়িতে গ্রাহকদের পছন্দমত এই খাবারের জিনিস বানিয়ে তুলছেন। গ্রাহকদের থেকে অনলাইন এবং অফলাইন মাধ্যমে অর্ডারও পাচ্ছেন তিনি। পড়াশুনার অবসরে করছেন এই কাজ। স্বাভাবিকভাবে সামান্য পুঁজি দিয়ে শুরু করা তাঁর এই ব্যবসা দিন দিন বাড়ছে।

advertisement

বিদ্যালয় জীবন থেকে তার এই ধরনের নিত্য নতুন জিনিস বানানোর শখ। পরবর্তীতে কলকাতার এক প্রশিক্ষকের কাছে শিখেছেন কেক এবং চকলেট বানানো। বড়, বেশি পাউন্ডের কেক নয়, বরং তার জায়গায় এক দুজনের খাবার মত ছোট ছোট কেক তৈরি করছেন তিনি। প্রেম দিবসের সপ্তাহে গ্রাহকদের চাহিদা মত ছোট ছোট কেক এবং পছন্দের চকলেট বানিয়ে দিচ্ছেন শ্যামা। পড়াশোনার ফাঁকে করেন এই কাজ, অবসর সময়ে এই চকলেট এবং কেক বানিয়ে মিলছে লাভ।

advertisement

View More

আরও পড়ুনঃ ঐশ্বর্য নন, জয়া-অমিতাভের বাড়ির এই বৌমাই সকলের চোখের মণি! সুন্দরী অভিনেত্রীর ঝুলিতে একগাদা হিট

শুধু তাই নয়, বিভিন্ন ধরনের স্নাক্স আইটেমও তিনি বানিয়ে থাকেন। শুধু ভ্যালেন্টাইন্স ডে উপলক্ষে নয়, সারা বছর বিক্রি করছেন বিভিন্ন কাস্টমাইজ কেক। বিভিন্ন থিমের উপর কেক তৈরি করছেন তিনি। স্বল্প পুঁজি দিয়ে শুরু করা এই ছাত্রীর ব্যবসা এখন বেশ নাম করেছে এলাকা জুড়ে। অনলাইন এবং অফলাইন মাধ্যমে অর্ডারও পাচ্ছেন তিনি। পড়াশোনার পাশাপাশি মাসে হাত খরচা মিলছে তার। আগামীতে এই ব্যবসা করে আরও স্বনির্ভর হতে পারবেন যুবক-যুবতীরা, দিচ্ছেন স্বনির্ভর হওয়ার ভাবনা।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
শীতের মরশুম এলেই গৃহবধূদের উপরি রোজগার! সংসার সামলে ছুটছেন মোয়ার দোকানে
আরও দেখুন

রঞ্জন চন্দ

Click here to add News18 as your preferred news source on Google.
স্বাস্থ্য এবং লাইফস্টাইলের (Lifestyle News in Bengali)সব খবরের আপডেট পান নিউজ 18 বাংলাতে ৷ যেখানে থাকছে হেলথ টিপস, বিউটি টিপস এবং ফ্যাশন টিপসও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইনগুলি অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
বাংলা খবর/ খবর/লাইফস্টাইল/
Valentine's Day: ভ্যালেন্টাইন্স ডে তে পছন্দের কেক কিংবা চকলেট, এসব বানিয়ে স্বনির্ভরতার দিশা কলেজ ছাত্রীর
Open in App
হোম
খবর
ফটো
লোকাল