কী কী লাগবে? রঙিন কাগজ, আঠা, জেল পেন, পেনসিল, কাঁচি, টেডি বিয়ার টেমপ্লেট।
তৈরির পদ্ধতি: বিয়ার প্যাটার্নের জন্য গোলাপি এবং বাদামি, দুই রঙের কাগজ নিতে হবে। এর সঙ্গে হার্ট শেপের জন্য লাল রঙের কাগজ আর কার্ডের জন্য পছন্দ অনুযায়ী যে কোনও রঙের কাগজ নিলেই হবে। বাদামি কাগজ দিয়ে তৈরি হবে টেডি বিয়ারের মাথা এবং শরীর। এর জন্য প্রথমে হালকা বাদামি কাগজে মুখ এবং পেট এঁকে কেটে নিতে হবে। গোলাপি কাগজে আঁকতে হবে কানের ভেতরের অংশ।
advertisement
বাদামি কাগজে মাথার সঙ্গে কানের বাইরের অংশটাও আঁকতে হবে। তারপর গোলাপি কাগজে কাটা কানের ভিতরের অংশ নিয়ে আঠা দিয়ে জুড়ে দিতে হবে কানের বাইরের অংশের উপর। মুখের জন্য বাদামি কাগজ গোল করে কাটতে হবে। তার উপর জেল পেন দিয়ে আঁকতে হবে নাক আর মুখ।
আরও পড়ুন: তৃণমূল ২ 'বড়' নেতার যাবজ্জীবন কারাদণ্ড! যা করেছিলেন তাঁরা, জানলে আঁতকে উঠবেন
এবার মাথার নিচে শরীরের বাকি অংশ আঠা দিয়ে জোড়ার পালা। শরীরের উপর গোলাকার করে কাটা পেট মুখের ঠিক নিচেই জুড়ে দিতে হবে। এবার জেল পেন দিয়ে আঁকতে হবে চোখ। গোলাপি কাগজে বেশ কয়েকটা হার্ট শেপ এঁকে কেটে নিতে হবে। হার্টগুলোকে ভাঁজ করে নিতে হবে। পাশাপাশি তৈরি রাখতে হবে কার্ড।
আরও পড়ুন: ৫০ টাকাতেই কোটিপতি! এই নোটটি আপনার কাছে আছে? থাকলে মুহূর্তেই মালামাল
খেয়াল রাখতে হবে কার্ডটা যেন বড় হয়। কারণ কাগজের ক্রাফট বিয়ার এবং ৩ বা তার বেশি পেপার ক্রাফ্ট হার্ট বেলুনগুলোর সঙ্গে ফিট করার জন্য যথেষ্ট বড় হওয়া উচিত। এবার কাগজের বিয়ার কার্ডের একপাশে রেখে আঠা দিয়ে সেঁটে দিতে হবে। পাশে যেন জায়গা থাকে। কার্ডের উপরের দিকে সাঁটতে হবে হার্ট বেলুন। বিয়ারের হাতের সঙ্গে প্রতিটা বেলুনের স্ট্রিং এঁকে দিতে হবে। ব্যস, টেডি ডে-তে ভ্যালেন্টাইন কার্ড তৈরি!