নেইল আর্ট একটু খরচ সাপেক্ষ। পার্লারে করতে গেলে তো বটেই। তবে ঘরেও অনায়াসে করা যায়। শুধু একটু ধৈর্য দরকার, আর শৈল্পিক মন। এখানে কিছু জমকালো নেইল আর্টের ডিজাইন দেওয়া হল। ভ্যালেন্টাইন্স ডে-র দিন ডেটে যাওয়ার আগে সেজে উঠুক নখ। শুধু হাতের নয়, সৌন্দর্যেও অন্য মাত্রা এনে দেবে।
আরও পড়ুন: সঙ্গিনীকে কতক্ষণ আলিঙ্গন করবেন? জানুন মনোবিজ্ঞানীদের পরামর্শ
advertisement
প্লেন বোল্ড নেইল আর্ট ডিজাইন: মজাদার এবং চটক, এতে দুইই আছে। লাল নেইলপলিশের উপর উজ্জ্বল সোনালি রঙের টেক্সচার। চকচকে ফিনিশ। কয়েকটা নখে একটা কী দুটো অক্ষর দিয়ে শব্দও সাজিয়ে দেওয়া যায়। দেখতে চমৎকার লাগে।
পোলকা ডট নেইল আর্ট ডিজাইন: পার্লারে যেতে অনীহা? কুছ পরোয়া নেহি। ঘরে বসেই এই ডিজাইন করা যায়। সাদা রঙের উপর কালো বিন্দু। কিংবা নেহাতই হার্ট সাইন। দেখতে অন্যরকম লাগবে। টুথপিক দিয়েই এই নেইল আর্ট করা যায়।
স্টিকার স্টাইল নেইল আর্ট ডিজাইন: হাতে একেবারেই সময় নেই? তাড়াতাড়ি বেরোতে হবে? চিন্তার কিছু নেই। অল্প সময়েও নেইল আর্ট করা যায়। নখে লাগানোর জন্য রেডিমেড স্টিকার পাওয়া যায়। পছন্দমতো সেগুলো কিনে নিলেই হল। তবে নখে স্টিকার লাগানোর আগে বেস রঙের জন্য প্যাস্টেল বা যে কোনও হালকা রঙ বেছে নিতে হবে।
আরও পড়ুন: পুরুষরা কোন বয়সে বিছানায় সেরা পারফর্ম করতে পারেন? গবেষণায় চমকে দেওয়া তথ্য
গ্লিটার নেইল আর্ট ডিজাইন: এই ধরনের ডিজাইন ঝলমল করে। সহজেই চোখে পড়ে। ম্যাট এবং গ্লিটার মিশিয়ে এই নেইল আর্ট করতে হয়। বিশেষ করে যাঁরা গ্লিটার ডিজাইন পছন্দ করেন তাঁদের জন্য এটা আদর্শ। ডিজাইন করার আগে টেপ ব্যবহার করাই ভাল, না হলে এদিক ওদিক চলে যাওয়ার সম্ভাবনা রয়েছে।
মেটালিক নেইল আর্ট ডিজাইন: সাধারণ নখে স্টাইলিশ লুক দিতে চাইলে মেটালিক নেইল আর্ট ডিজাইন আদর্শ। ধাতব স্টিকারের সাহায্যেও নখে আকর্ষণীয় চেহারা দেওয়া যায়। একই সঙ্গে চাইলে পুরো নখেও মেটালিক রঙ বেছে নেওয়া যায়।