প্লাস সাইজ মহিলাদের জন্য প্রচুর অপশন রয়েছে। কিন্তু যে কোনও পোশাক স্টাইল করার সময় কয়েকটা জিনিস মাথায় রাখতে হবে। সবচেয়ে আগে দরকার আত্মবিশ্বাস। দ্বিতীয়ত কাউকে দেখে তার মতো পোশাক পরা উচিত নয়। বরং যে পোশাকে স্বাচ্ছন্দ্য, আরাম মিলবে সেটাই পরা উচিত। এখানে প্লাস সাইজ মহিলাদের জন্য কিছু ভ্যালেন্টাইন ড্রেসের হদিশ দেওয়া হল, পছন্দ হবেই।
advertisement
আরও পড়ুন: চকোলেট ডে-তে চকোলেট সস মেখে সঙ্গম! উপহারে বিছানায় চমকে দিন সঙ্গীকে
ভেলভেট গাউন: ভ্যালেন্টাইন্স ডে-র রাতে ডেটে যাওয়ার পরিকল্পনা? তাহলে শরীরে উঠুক লাল ভেলভেটের গাউন। চমৎকার দেখতে। পরেও আরাম। এর সঙ্গে পছন্দ অনুযায়ী স্লিট লুক থেকে কোল্ড শোল্ডার স্টাইল বেছে নেওয়া যায়। ঠোঁটে থাক লাল লিপস্টিক। চুল খোলা। দেখতে অপরূপা লাগবে।
জরির পোশাক: ভ্যালেন্টাইন্স ডে-তে দিনের বেলায় বেরোলে জরির পোশাক আদর্শ। নরম মিষ্টি লুক এনে দেবে। যদিও উপলক্ষ ভ্যালেন্টাইন্স ডে, তবুও নিজেকে সাজাতে লাল ছাড়া অন্য রঙেও ফোকাস করা যায়। যেমন আকাশি নীল, গোলাপি বা অন্য যে কোনও হালকা রঙ। সুন্দর এবং কমবয়সী লুক চাইলে মেকআপ হবে ন্যূনতম। চুলে কিউট পিন থেকে শুরু করে হেয়ার ব্যান্ড ব্যবহার করা যায়।
আরও পড়ুন: সাদা না কালো? প্রিয়জনের জন্য কিনবেন কেমন চকোলেট, তাড়াতাড়ি জানুন
গোলাপি শর্ট ড্রেস: ভ্যালেন্টাইন ডে-র দিন শর্ট ড্রেসও বেছে নেওয়া যায়। অনেক রকম স্টাইল করা যায়। যেমন বেস্ট লুক সহ সাধারণ গোলাপি শর্ট ড্রেস। এই লুকেও মেকআপ ন্যূনতম রাখতে হবে, চেহারা উজ্জ্বল দেখাবে। পায়ে থাক স্যান্ডেল।
ব্ল্যাক জাম্প স্যুট: জাম্প স্যুট এখন ট্রেন্ডিং। শুধু অফিসে নয়, ডেটেও পরে যাওয়া যায়। ভ্যালেন্টাইন্স ডে-র দিন নিজেকে মোহময়ী করে তুলতে চাইলে কালো জাম্প স্যুটে স্টাইল করাই যায়। হাই নেক থেকে রাফলস বা ডিপ নেক জাম্প স্যুট পরা যায়। স্টাইল বাড়াতে ম্যাচিং কালো হিল পরতে ভুললে চলবে না।