Healthy Lifestyle: চকোলেট ডে-তে চকোলেট সস মেখে সঙ্গম! উপহারে বিছানায় চমকে দিন সঙ্গীকে

Last Updated:
Healthy Lifestyle: সঙ্গীকে গতানুগতিক চকোলেট উপহার না দিয়ে একটু অন্য ভাবেও চকোলেটের স্বাদ উপভোগ করাতে ও করতে পারেন।
1/10
ভ্যালেন্টাইন্স উইকে রোজ ডে এবং প্রোপোজ ডে-র পরেই আসে চকোলেট ডে। আর চকোলেট ডে বা চকোলেট দিবস মানেই তো উপহারের ডালিতে সাজাতে হবে চকোলেট। অর্থাৎ নানা ধরনের চকোলেট কিংবা চকোলেটের তোড়া ভালোবাসার মানুষকে এই দিনে দেওয়া যেতেই পারে। আবার প্রেমের উদযাপনে এমনিতেই সারা বছর নিজের প্রেমিক অথবা প্রেমিকাকে চকোলেট দেওয়া হয়েই থাকে। তাহলে চকোলেট দিবসে নতুন কিছু দিলে বা চকোলেটকে কাজে লাগালে কেমন হয়?
ভ্যালেন্টাইন্স উইকে রোজ ডে এবং প্রোপোজ ডে-র পরেই আসে চকোলেট ডে। আর চকোলেট ডে বা চকোলেট দিবস মানেই তো উপহারের ডালিতে সাজাতে হবে চকোলেট। অর্থাৎ নানা ধরনের চকোলেট কিংবা চকোলেটের তোড়া ভালোবাসার মানুষকে এই দিনে দেওয়া যেতেই পারে। আবার প্রেমের উদযাপনে এমনিতেই সারা বছর নিজের প্রেমিক অথবা প্রেমিকাকে চকোলেট দেওয়া হয়েই থাকে। তাহলে চকোলেট দিবসে নতুন কিছু দিলে বা চকোলেটকে কাজে লাগালে কেমন হয়?
advertisement
2/10
উপহারে অভিনবত্ব আনতে তাই বেছে নেওয়া যেতে পারে চকোলেটের সুগন্ধযুক্ত প্রসাধনী সামগ্রী। এমন নানা ধরনের সামগ্রী কিনে চকোলেটের সঙ্গে সাজিয়ে তোলা যেতে পারে একটি সুন্দর ডালা। অথবা বেডরুমেও ব্যবহার করতে পারেন চকোলেট ফ্লেভার কন্ডোম বা শরীরে চকোলেট সস মেখে সঙ্গম। সঙ্গীকে গতানুগতিক চকোলেট উপহার না দিয়ে একটু অন্য ভাবেও চকোলেটের স্বাদ উপভোগ করাতে ও করতে পারেন। দেখে নেওয়া যাক, চকোলেটের সুগন্ধীযুক্ত প্রসাধনী সামগ্রী কী কী হতে পারে!
উপহারে অভিনবত্ব আনতে তাই বেছে নেওয়া যেতে পারে চকোলেটের সুগন্ধযুক্ত প্রসাধনী সামগ্রী। এমন নানা ধরনের সামগ্রী কিনে চকোলেটের সঙ্গে সাজিয়ে তোলা যেতে পারে একটি সুন্দর ডালা। অথবা বেডরুমেও ব্যবহার করতে পারেন চকোলেট ফ্লেভার কন্ডোম বা শরীরে চকোলেট সস মেখে সঙ্গম। সঙ্গীকে গতানুগতিক চকোলেট উপহার না দিয়ে একটু অন্য ভাবেও চকোলেটের স্বাদ উপভোগ করাতে ও করতে পারেন। দেখে নেওয়া যাক, চকোলেটের সুগন্ধীযুক্ত প্রসাধনী সামগ্রী কী কী হতে পারে!
advertisement
3/10
চকোলেট বডি ওয়াশ: স্নানের ঘরে সুগন্ধ ছড়িয়ে দেবে চকোলেট। আর বডি ওয়াশে যদি থাকে কোকো বাটার আর চিয়া বাটার, তা-হলে কেমন হবে! চকোলেট বডি ওয়াশ ত্বককে হাইড্রেট করতেও সাহায্য করবে। দেখে নিতে হবে যে, চকোলেট বডি ওয়াশ যেন ময়েশ্চারাইজিং ক্রিম সমৃদ্ধ হয়!
চকোলেট বডি ওয়াশ: স্নানের ঘরে সুগন্ধ ছড়িয়ে দেবে চকোলেট। আর বডি ওয়াশে যদি থাকে কোকো বাটার আর চিয়া বাটার, তা-হলে কেমন হবে! চকোলেট বডি ওয়াশ ত্বককে হাইড্রেট করতেও সাহায্য করবে। দেখে নিতে হবে যে, চকোলেট বডি ওয়াশ যেন ময়েশ্চারাইজিং ক্রিম সমৃদ্ধ হয়!
advertisement
4/10
চকোলেট ফেস ওয়াশ:নিয়মিত চকোলেট ফেস ওয়াশ ব্যবহার করবে ত্বক হবে নরম এবং তুলতুলে। বলিরেখা, কুঁচকে যাওয়া ত্বকের সমস্যা, দাগ-ছোপ দূর করতে সাহায্য করে চকোলেট ফেস ওয়াশের মধ্যে থাকা অন্যতম গুরুত্বপূর্ণ উপাদান কোকো।
চকোলেট ফেস ওয়াশ:নিয়মিত চকোলেট ফেস ওয়াশ ব্যবহার করবে ত্বক হবে নরম এবং তুলতুলে। বলিরেখা, কুঁচকে যাওয়া ত্বকের সমস্যা, দাগ-ছোপ দূর করতে সাহায্য করে চকোলেট ফেস ওয়াশের মধ্যে থাকা অন্যতম গুরুত্বপূর্ণ উপাদান কোকো।
advertisement
5/10
চকোলেট বডি লোশন: চকোলেট খেতে কে না-ভালোবাসেন? আর চকোলেটের মিষ্টি গন্ধ যদি থাকে বডি লোশনে! তা-হলে তো কথাই নেই! আর কোকো বাটারে সমৃদ্ধ চকোলেট বডি লোশন ডিপ ময়েশ্চারাইজার হিসেবে কাজও করে। ড্রাই স্কিনের জন্য একেবারে আদর্শ। তবে কেনার আগে দেখে নিতে হবে যে, সেটা যেন নন-স্টিকি হয়!
চকোলেট বডি লোশন: চকোলেট খেতে কে না-ভালোবাসেন? আর চকোলেটের মিষ্টি গন্ধ যদি থাকে বডি লোশনে! তা-হলে তো কথাই নেই! আর কোকো বাটারে সমৃদ্ধ চকোলেট বডি লোশন ডিপ ময়েশ্চারাইজার হিসেবে কাজও করে। ড্রাই স্কিনের জন্য একেবারে আদর্শ। তবে কেনার আগে দেখে নিতে হবে যে, সেটা যেন নন-স্টিকি হয়!
advertisement
6/10
চকোলেট বডি বাটার: ত্বকের শুষ্কতা দূর করতে সক্ষম বডি বাটারও। আর এর মধ্যে যদি কোকো বাটার থাকে, তাহলে তো তা চকোলেটের সুগন্ধে ম ম করবে! চকোলেট বডি বাটারও ডিপ ময়েশ্চারাইজেশনের ক্ষেত্রে দুর্দান্ত। কোকো বাটার এবং চিয়া বাটার সমৃদ্ধ চকোলেট বডি বাটার ত্বককে করে তুলবে নরম এবং সুন্দর।
চকোলেট বডি বাটার: ত্বকের শুষ্কতা দূর করতে সক্ষম বডি বাটারও। আর এর মধ্যে যদি কোকো বাটার থাকে, তাহলে তো তা চকোলেটের সুগন্ধে ম ম করবে! চকোলেট বডি বাটারও ডিপ ময়েশ্চারাইজেশনের ক্ষেত্রে দুর্দান্ত। কোকো বাটার এবং চিয়া বাটার সমৃদ্ধ চকোলেট বডি বাটার ত্বককে করে তুলবে নরম এবং সুন্দর।
advertisement
7/10
চকোলেট ফেস মাস্ক এবং ফেস ক্রিম: চকোলেট তো স্কিনের জন্য ভাল। কারণ এর মধ্যে থাকে প্রচুর পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্ট। আর এটা ত্বককে ক্ষতির হাত থেকে রক্ষা করে। এই কারণে চকোলেট ফেস মাস্ক এবং চকোলেট ফেস ক্রিম ব্যবহার করা উচিত।
চকোলেট ফেস মাস্ক এবং ফেস ক্রিম: চকোলেট তো স্কিনের জন্য ভাল। কারণ এর মধ্যে থাকে প্রচুর পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্ট। আর এটা ত্বককে ক্ষতির হাত থেকে রক্ষা করে। এই কারণে চকোলেট ফেস মাস্ক এবং চকোলেট ফেস ক্রিম ব্যবহার করা উচিত।
advertisement
8/10
চকোলেট এসেন্সিয়াল অয়েল: ত্বক ভাল রাখতে এবং মানসিক চাপ কাটানোর জন্য চকোলেট এসেন্সিয়াল অয়েল ব্যবহার করা যেতেই পারে। অ্যান্টিঅক্সিডেন্টে ভরপুর এই ধরনের এসেন্সিয়াল অয়েল লিপ বাম, বডি স্ক্রাব, পারফিউম, লোশন সব কিছুর সঙ্গে মিশিয়ে লাগিয়ে নেওয়া যেতে পারে। এমনকী রুম ফ্রেশনারের সঙ্গেও চকোলেট এসেন্সিয়াল মিশিয়ে ঘরে ছড়িয়ে দেওয়া যেতে পারে।
চকোলেট এসেন্সিয়াল অয়েল: ত্বক ভাল রাখতে এবং মানসিক চাপ কাটানোর জন্য চকোলেট এসেন্সিয়াল অয়েল ব্যবহার করা যেতেই পারে। অ্যান্টিঅক্সিডেন্টে ভরপুর এই ধরনের এসেন্সিয়াল অয়েল লিপ বাম, বডি স্ক্রাব, পারফিউম, লোশন সব কিছুর সঙ্গে মিশিয়ে লাগিয়ে নেওয়া যেতে পারে। এমনকী রুম ফ্রেশনারের সঙ্গেও চকোলেট এসেন্সিয়াল মিশিয়ে ঘরে ছড়িয়ে দেওয়া যেতে পারে।
advertisement
9/10
চকোলেট লিপ বাম: ঠোঁটের ত্বককে সুন্দর রাখার জন্য চকোলেট লিপ বাম ব্যবহার করা উচিত। আসলে কোকোর মধ্যে থাকে হিলিংয়ের উপাদান। ফলে শুষ্ক আর ফাঁটা ঠোঁটকে মসৃণ করতে সাহায্য করে চকোলেট লিপ বাম।
চকোলেট লিপ বাম: ঠোঁটের ত্বককে সুন্দর রাখার জন্য চকোলেট লিপ বাম ব্যবহার করা উচিত। আসলে কোকোর মধ্যে থাকে হিলিংয়ের উপাদান। ফলে শুষ্ক আর ফাঁটা ঠোঁটকে মসৃণ করতে সাহায্য করে চকোলেট লিপ বাম।
advertisement
10/10
চকোলেট সুগন্ধী: সাজের ক্ষেত্রে সুগন্ধী কিন্তু মাস্ট! ফলে যাঁদের চকোলেট প্রিয়, তাঁদের জন্য উপহারে চকোলেট ডিও কিংবা চকোলেট বডি মিস্ট অথবা চকোলেটের সুগন্ধীযুক্ত পারফিউম উপহার হিসেবে দেওয়া যেতে পারে।
চকোলেট সুগন্ধী: সাজের ক্ষেত্রে সুগন্ধী কিন্তু মাস্ট! ফলে যাঁদের চকোলেট প্রিয়, তাঁদের জন্য উপহারে চকোলেট ডিও কিংবা চকোলেট বডি মিস্ট অথবা চকোলেটের সুগন্ধীযুক্ত পারফিউম উপহার হিসেবে দেওয়া যেতে পারে।
advertisement
advertisement
advertisement