TRENDING:

Relationship Tips: সম্পর্কে মুখোশ নয়, সম্পর্কে আনন্দে থাকতে মেনে চলুন এই ৮ টি উপায়

Last Updated:

Healthy Relationship: সম্পর্কের সমস্যা সমাধানে দেরি করলে সম্পর্কেই প্রভাব পড়ে।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#নয়াদিল্লি: প্রতিটি সম্পর্ক আলাদা, প্রতিটি মানুষও। কিন্তু একসঙ্গে রইতে গেলে কিছু কদম এগিয়ে পিছিয়ে আসতে হয় সবক্ষেত্রেই। যে দম্পতিরা একসঙ্গে সুখে (Relationship Tips) রয়েছেন, দেখবেন তারা নিজেদের আলাদা করে যত্ন করতেও ভালোবাসেন। অন্যরা কে কী ভাবল তাকে গুরুত্ব না দিয়ে একে অপরের সঙ্গে সমস্ত বিষয় নিয়েই খোলাখুলি কথা বলতে পছন্দ করেন তারা।
যার সঙ্গে আপনার সম্পর্ক তৈরি হয়েছে, তার আগে কোনও সম্পর্ক ছিল না এমনটা নয়। এটি আপনার ভাগ্যের বিষয় হতে পারে যে একটি মেয়ে প্রথমবারের মতো আপনার প্রেমে পড়েছে, তবে বেশিরভাগ মেয়েরই আগে থেকেই প্রেম হয়ে গেছে এটাই স্বাভাবিক। এমন পরিস্থিতিতে, আপনার প্রাক্তন সঙ্গী সম্পর্কে সেইসব কখনও প্রশ্ন করা বা আলোচনা করা উচিত নয়। যদিও আপনি জানেন, হয়তো এমন সম্পর্ক আছে বা ছিল তাঁর। তবু সেটি সম্পর্কে জিজ্ঞাসা করার সাহস করবেন না। মেয়েরা কখনও এমন প্রশ্ন সহ্য করতে পারে না। এই ধরনের প্রশ্ন আপনার সম্পর্ককে তাৎক্ষণিক বিপদে ফেলবে।
যার সঙ্গে আপনার সম্পর্ক তৈরি হয়েছে, তার আগে কোনও সম্পর্ক ছিল না এমনটা নয়। এটি আপনার ভাগ্যের বিষয় হতে পারে যে একটি মেয়ে প্রথমবারের মতো আপনার প্রেমে পড়েছে, তবে বেশিরভাগ মেয়েরই আগে থেকেই প্রেম হয়ে গেছে এটাই স্বাভাবিক। এমন পরিস্থিতিতে, আপনার প্রাক্তন সঙ্গী সম্পর্কে সেইসব কখনও প্রশ্ন করা বা আলোচনা করা উচিত নয়। যদিও আপনি জানেন, হয়তো এমন সম্পর্ক আছে বা ছিল তাঁর। তবু সেটি সম্পর্কে জিজ্ঞাসা করার সাহস করবেন না। মেয়েরা কখনও এমন প্রশ্ন সহ্য করতে পারে না। এই ধরনের প্রশ্ন আপনার সম্পর্ককে তাৎক্ষণিক বিপদে ফেলবে।
advertisement

আরও পড়ুন- টেডি দিবসে প্রিয়জনকে জানান এই শুভেচ্ছাবার্তাগুলি

ঝগড়া, মন কষাকষি কোন সম্পর্কেই বা না হয়! তবে ঠান্ডা মাথায়, তিক্ততা না বাড়িয়ে সেগুলির সমাধান খোঁজাটাই প্রাজ্ঞতা। যারা সুখী সম্পর্কে (Relationship Tips)  রয়েছেন তারা জানেন কীভাবে সুস্থ সুন্দর আচরণ (Relationship Tips) অনেক সমস্যার মোকাবিলা করার নিরাপদতম অস্ত্র হতে পারে।

আরও পড়ুন- কার নাম অনুসারে পালিত টেডি ডে? কোন রঙের ভাল্লুকেরই বা কী অর্থ! দেখে নিন এক ঝলকে

advertisement

লেখক এবং সম্পর্ক বিশেষজ্ঞ নেড্রা গ্লোভার তওয়াব নিজের একটি ইনস্টা পোস্টে সম্পর্ককে সফল করে তোলার বিষয়ে কিছু কথা (Relationship Tips) বলেছেন৷

* আগে নিজের যত্ন নিন: আপনার সঙ্গীর উপর সম্পূর্ণরূপে আপনার ভালোবাসা এবং যত্ন নেওয়ার দায়িত্ব ফেলে দিলে কিন্তু চাপ বেড়ে যাবে। নিজেই নিজের যত্ন নিন।

* নিজে যেমন, তেমনটাই তুলে ধরুন: সম্পর্কে মুখোশ পরে রইবেন না। আপনার আসল দিকটি না দেখালে তা পরবর্তীতে বিষয়গুলিকে জটিল করে তুলতে পারে। সফল সম্পর্কের ক্ষেত্রে আপনি যেমন, তার অতিরিক্ত কিছু করে নিজেকে মেলে ধরবেন না।

advertisement

* কিছুতে বিরক্ত হলে সঙ্গীকে বলুন: সম্পর্ক বাঁচাতে, আমরা এমন আচরণ এবং জিনিস সহ্য করি যা আখেরে সম্পর্কের ক্ষতি করে। সরাসরি কথা বলুন নিজেদের মধ্যে।

* নিজেদের প্রত্যাশার কথা জানান: মানুষ মাঝে মাঝে সম্পর্কের বাইরে তারা কী প্রত্যাশা করে তা অন্যদের বলতে ভয় পায়। সুখী সম্পর্কে থাকতে হলে কখনই এই ভুল করবেন না।

advertisement

* অবিলম্বে সমস্যাগুলি নিয়ে সরাসরি কথা বলুন: সম্পর্কের সমস্যা সমাধানে দেরি করলে সম্পর্কেই প্রভাব পড়ে।

সেরা ভিডিও

আরও দেখুন
ফাঁকা জায়গার লাগবে না, আমবাগানেই হচ্ছে কুইন্টাল কুইন্টাল ফলন! বিনা ব্যয়ে লাভ পাচ্ছেন চাষি
আরও দেখুন

* একজন ব্যক্তির সম্পূর্ণটা দেখুন শুধুমাত্র ভালোটা নয়: আপনি যদি আপনার সঙ্গীর অন্ধকার দিকগুলিকেও গ্রহণ না করেন, আপনি কখনই পুরোপুরি প্রেমে পড়বেন না।

বাংলা খবর/ খবর/লাইফস্টাইল/
Relationship Tips: সম্পর্কে মুখোশ নয়, সম্পর্কে আনন্দে থাকতে মেনে চলুন এই ৮ টি উপায়
Open in App
হোম
খবর
ফটো
লোকাল