TRENDING:

Valentine's Day 2022: রিয়েল-লাইফ দম্পতিদের গল্পে ভরে উঠেছে ট্যুইটার! ট্রেন্ড হচ্ছে WeMetOnTwitter হ্যাশট্যাগ

Last Updated:

এ বছর ভ্যালেন্টাইনস ডে-র (Valentine's Day 2022) আগে তাই অনেক রিয়েল-লাইফ দম্পতি (Couple) তাঁদের প্রেমের গল্প (Love story) শেয়ার করতে ব্যবহার করেছেন হ্যাশট্যাগ ‘WeMetOnTwitter’। ২০২০ সালের তুলনায় এ বছর প্রায় ৩৭০ শতাংশ বেশি ট্যুইট হয়েছে এই হ্যাশট্যাগ ব্যবহার করে।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#নয়াদিল্লি: টুইট্যার (Twitter) কিন্তু এখন মনের মানুষকে খুঁজে পাওয়ার এক দুর্দান্ত ঠিকানা হয়ে উঠেছে। এ বছর ভ্যালেন্টাইনস ডে-র (Valentine's Day 2022) আগে তাই অনেক রিয়েল-লাইফ দম্পতি (Couple) তাঁদের প্রেমের গল্প (Love story) শেয়ার করতে ব্যবহার করেছেন হ্যাশট্যাগ ‘WeMetOnTwitter’। সবাইকে অবাক করে দিয়ে ক্রমাগত বেড়েই চলেছে এই ট্রেন্ডিং হ্যাশট্যাগটি। প্রেস নোটে একটি সংস্থা বলছে যে #WeMetOnTwitter হ্যাশট্যাগ ব্যবহারের সংখ্যা ক্রমাগত বৃদ্ধি পাচ্ছে ভারতে এবং ২০২০ সালের তুলনায় এ বছর প্রায় ৩৭০ শতাংশ বেশি ট্যুইট  (Twitter) হয়েছে এই হ্যাশট্যাগ ব্যবহার করে। শুধু তাই নয়, প্ল্যাটফর্মটি ইতিমধ্যে কথোপকথনের অন্যতম মাধ্যম হয়ে উঠেছে, মাত্র এক মাসেই (জানুয়ারি থেকে ফেব্রুয়ারি ২০২২) হ্যাশট্যাগ ব্যবহার হয়েছে প্রায় ২৮ শতাংশ।
valentine's day 2022: real life couples share their own love stories with wemetontwitter hashtag
valentine's day 2022: real life couples share their own love stories with wemetontwitter hashtag
advertisement

এই ভালোবাসা দিবসে, আমরা কিছু রিয়েল-লাইফ দম্পতিদের (Couple) প্রেমের গল্প (Love story) নিয়ে হাজির হয়েছি যাঁরা ট্যুইটারের মাধ্যমে তাঁদের জীবনসঙ্গী খুঁজে পেয়েছেন।

 আরও পড়ুন- খেলতে খেলতে ইঁটভাটার চৌবাচ্চায় ৫ ও ৭ বছরের দুই শিশু, মর্মান্তিক মৃত্যু

১. ক্রিকেটপ্রেমী সমীর আল্লানা (@HitmanCricket) তাঁর মনের মতো মানুষকে খুঁজে নিয়েছেন ট্যুইটারে, সানা শরিফ (@SanaShariffHai) নামে সমীরের প্রেমিকা পেশায় একজন ডেন্টিস্ট। ২০২১ সালের জানুয়ারিতে এই দম্পতি বিবাহ বন্ধনে আবদ্ধ হন।

advertisement

২. @daffahojaosare ২০২২ সালের ফেব্রুয়ারিতে ট্যুইটারে একে অপরের সঙ্গে ই-মিটিং করার পরে একটি ছবি শেয়ার করেছেন। কথা একটি ছবি শেয়ার করে নিজেদের আবেগঘণ মুহূর্তকে বন্দী করে রাখতে চেয়েছেন। তিনি শেয়ার করে লিখেছেন- হ্যাপি বার্থডে লাভ!

advertisement

৩. পেশায় শিল্পী সিফ (@sifofftherocker) তাঁর জীবনসঙ্গী @sadboihoursonly- সঙ্গে তাঁদের প্রথম সাক্ষাতের ছবি শেয়ার করেছেন। ২০২১ সালের নভেম্বরের ট্যুইটারে একটি ছবি শেয়ার করে পুরনো প্রেমের স্মৃতি রোমন্থন করেছেন।

advertisement

৪. শুধু দম্পতিরাই নয়, অনেকেই কিন্তু প্ল্যাটফর্মে সমমনা বন্ধুদেরও খুঁজে পেয়েছেন।

advertisement

৫. পেশায় একজন শিল্পী রনিন (@প্রিয়ন্তন_) দীর্ঘ তিন বছর আগে তাঁর বর্তমান প্রেমিকার সঙ্গে ই-মিটিং করার পর ২০১৮-তে ফেব্রুয়ারি মাসে নিজেদের বাগদান পর্ব সম্পন্ন করেছেন। রনিন এক পোস্ট শেয়ার করে লিখছেন, “৩ বছর আগে এক ডিএম দিয়ে শুরু হয়েছিল আমাদের প্রেমপর্ব। কিন্তু ব্যক্তিগতভাবে দেখা করার জন্য আমাদের দেড় বছর অপেক্ষা করতে হয়েছিল। অবশেষ আমার ২৫তম জন্মদিনে আমাদের প্রথম সাক্ষাৎ হয়। আগামী বছরই আমরা বিয়ে করব বলে ঠিক করেছি।"

সেরা ভিডিও

আরও দেখুন
জিভে জল আনা ১ নম্বর স্ন্যাক্সস 'কটকটি'! কয়েক মিনিটেই এইভাবে বানিয়ে ফেলুন বাড়িতে, রইল রেসিপ
আরও দেখুন

এ বছর ভ্যালেন্টাইনস ডে-র (Valentine's Day 2022) আগে তাই অনেক রিয়েল-লাইফ দম্পতি (Couple) তাঁদের প্রেমের গল্প (Love story) শেয়ার করতে ব্যবহার করেছেন হ্যাশট্যাগ ‘WeMetOnTwitter’। সবাইকে অবাক করে দিয়ে ক্রমাগত বেড়েই চলেছে এই ট্রেন্ডিং হ্যাশট্যাগটি।

বাংলা খবর/ খবর/লাইফস্টাইল/
Valentine's Day 2022: রিয়েল-লাইফ দম্পতিদের গল্পে ভরে উঠেছে ট্যুইটার! ট্রেন্ড হচ্ছে WeMetOnTwitter হ্যাশট্যাগ
Open in App
হোম
খবর
ফটো
লোকাল