দারুচিনি ত্বকের অনেক সমস্যা থেকে মুক্তি দিতে কাজ করে, ত্বকের যত্নে এর গুণাগুণ সম্পর্কে অনেকরই অজানা। আসুন তবে জেনে নেওয়া যাক ত্বকের যত্নে কীভাবে ব্যবহার করবেন এই বিশেষ উপাদান-
আরও পড়ুন: মুখের দাগ-ছোপ দ্রুত দূর করবে এই প্যাক, এর ম্যাজিকাল গুণ জানলে অবাক হবেন
ব্রণর সমস্যায় এটি অত্যন্ত উপকারী। মুখে প্রচুর ব্রণ হয়ে থাকলে নিয়মিত দারুচিনি খেতে হবে। এটি আপনার মুখে উজ্জ্বলতা আনতে এবং দাগ দূর করতেও কাজ করে।
advertisement
আরও পড়ুন: শিশুর হাইট বাড়ছেনা? বাচ্চার উচ্চতা বাড়াতে খাবার পাতে রাখুন এই ৫ উপাদান
এতে রয়েছে অ্যান্টিফাঙ্গাল, অ্যান্টিঅক্সিডেন্ট এবং অ্যান্টিব্যাকটেরিয়াল বৈশিষ্ট্য। যা আপনার ত্বককে উজ্জ্বল করতে অত্যন্ত সাহায্য করে।
কলার তৈরি ফেস মাস্ক ব্যবহার করতে পারেন। কলায় থাকা পুষ্টিগুণ শুষ্ক প্রাণহীন ত্বকের উন্নতিতে কাজ করে। এটি আপনার মরা চামড়া দূর করতেও কাজ করে।
এ ছাড়াও দারুচিনি খেলে খিদে বাড়ে। খিদে কমে গেলে দারুচিনি খাওয়া যেতে পারে। সেই সঙ্গে বমি বন্ধ করতেও দারুচিনি ব্যবহার করা যেতে পারে। গা বমি বমি করলে দারুচিনির ক্বাথ তৈরি করে পান করলে আরাম পাওয়া যায়।
Disclaimer: এই প্রতিবেদনটি কেবলমাত্র সাধারণ তথ্যের জন্য, তাই বিস্তারিত জানতে হলে সর্বদা বিশেষজ্ঞের পরামর্শ নিন।