ঘাম ও চুলকুনি
বাহুমূলে যদি অত্যধিক ঘাম ও চুলকুনি হয়, তাহলে সে সময় ওয়্যাক্সিং না করাই ভাল ৷ কারণ এতে ওয়্যাক্সিং চুলকুনির সমস্যা বাড়িয়ে দিতে পারে ৷ তার ফলে রক্তপাতও হতে পারে ৷
অন্তঃসত্ত্বা পর্ব
অন্তঃসত্ত্বা থাকার সময় মহিলাদের শরীরে নানা রকম হরমোনাল পরিবর্তন দেখা দেয় ৷ বাহুমূলের ত্বক এমনিতেই স্পর্শকাতর ৷ এ সময়ে বাহুমূল রোমমুক্ত করার সময় অত্যধিক যন্ত্রণা হতে পারে ৷ পাশাপাশি বাহুমূলের ত্বক ফুলেও উঠতে পারে ৷ তাই অসুবিধে হলেও অন্তঃসত্ত্বা পর্বে বাহুমূল নির্লোম করা থেকে বিরত থাকলেই ভাল ৷
advertisement
আরও পড়ুন : শয্যায় সঙ্গিনীকে তৃপ্ত করতে চান? পুরুষদের যৌনজীবন রঙিন করতে সহজ টিপস
রোমের গঠন
বাহুমূলে রোম যদি ছোট থাকে তাহলে নির্লোম করার পদ্ধতি গ্রহণ না করাই ভাল৷ ‘ইনগ্রোন হেয়ার’ নির্মূল না করে কিছু দিন অপেক্ষা করুন৷ তার পর ওয়্যাক্স করুন৷
ঋতুস্রাব
পিরিয়ডসের সময় ত্বক অত্যন্ত স্পর্শকাতর হয়ে পড়ে৷ এ সময় সংক্রমণের হারও বেড়ে যায় অনেকটাই৷ ফলে মাসের ওই দিনগুলিতে বাহুমূলে ওয়্যাক্সিং এড়িয়ে চলাই শ্রেয়৷
আরও পড়ুন : শুধু হাসি নয়, সুস্থ থাকার জন্য দরকার কান্নাও
নির্দিষ্ট ওষুধ
হরমোনাল সমস্যার জন্য ওষুধ, জন্মনিয়ন্ত্রক ওষুধ, বিশেষ কিছু অ্যান্টিবায়োটিক, ব্রণর জন্য ওষুধ খেলে আগে চিকিৎসকের পরামর্শ নিন৷ তার পর বাহুমূল ওয়্যাক্সিং করুন ৷ নয়তো এই প্রক্রিয়া অত্যন্ত যন্ত্রণাদায়ী হয়ে উঠতে পারে৷