Male Health : শয্যায় সঙ্গিনীকে তৃপ্ত করতে চান? পুরুষদের যৌনজীবন রঙিন করতে সহজ টিপস

Last Updated:

Male Health : জীবনযাপন সংক্রান্ত একাধিক সমস্যা কারণ হয়ে দাঁড়ায় ফার্টিলিটি সমস্যা ও দুর্বল যৌনতার প্রশ্নে ৷ ডায়েট ও নিত্যদিনের জীবনচর্যায় কিছু পরিবর্তন এনে ঘনিষ্ঠ সময়ে নিজের পারফর্ম্যান্স ভাল করা যায় ৷

ডায়েট ও নিত্যদিনের জীবনচর্যায় কিছু পরিবর্তন এনে ঘনিষ্ঠ সময়ে নিজের পারফর্ম্যান্স ভাল করা যায়
ডায়েট ও নিত্যদিনের জীবনচর্যায় কিছু পরিবর্তন এনে ঘনিষ্ঠ সময়ে নিজের পারফর্ম্যান্স ভাল করা যায়
অভিভাবকত্ব জীবনের অন্যতম মধুর অনুভূতি ৷ কিন্তু অনেক দম্পতির ক্ষেত্রেই সন্তানধারণ সমস্যাজনক হয়ে দাঁড়ায় ৷ কারণ নারী পুরুষদের মধ্যে বন্ধ্যাত্বকরণের সমস্যা বাড়ছে ৷ হরমোনাল চেঞ্জ, বয়স, স্থূলতা-সহ নানা কারণ দায়ী থাকে মহিলাদের বন্ধ্যাত্বর ক্ষেত্রে ৷ অন্যদিকে পুরুষদের বন্ধ্যাত্বের ক্ষেত্রে দায়ী হয় ট্রমা, ডায়াবেটিস, সুরাসক্তি, ধূমপানের মতো কারণ ৷ জীবনযাপন সংক্রান্ত একাধিক সমস্যা কারণ হয়ে দাঁড়ায় ফার্টিলিটি সমস্যা ও দুর্বল যৌনতার প্রশ্নে ৷ ডায়েট ও নিত্যদিনের জীবনচর্যায় কিছু পরিবর্তন এনে ঘনিষ্ঠ সময়ে নিজের পারফর্ম্যান্স ভাল করা যায় ৷
যৌনতা ও সন্তানের জন্মদানের প্রশ্নে ডায়েটে পরিবর্তন-
# পেঁয়াজ ও রসুনের গন্ধ অসহ্যের কারণ হতে পারে ৷ কিন্তু এই দু’টি জিনিস ডায়েটে থাকলে রক্ত সংবহন ঠিকমতো বজায় থাকে ৷ ফলে যৌনজীবন রঙিন হয়ে ওঠে
advertisement
# কলায় আছে প্রচুর পটাশিয়াম ৷ কলা সাহায্য করে উচ্চ রক্ত চাপ নিয়ন্ত্রণ করতে৷ এ ছাড়া সেক্সুয়াল পারফরম্যান্স উন্নত করে
advertisement
# লঙ্কা ও গোলমরিচ সাহায্য করে রক্তপ্রবাহ সঠিক পথে বজায় রাখতে৷ ফলে হাইপারটেনশন ও ইনফ্লেম্যাশন নিয়ন্ত্রণে থাকে ৷
আরও পড়ুন : কেমন পুরুষ পছন্দ করেন মেয়েরা? জীবনসঙ্গীর মধ্যে কোন গুণ খোঁজেন রহস্যময়ী নারী?
ডায়েট পরিবর্তনের পাশাপাশি আরও বেশ কিছু দিকে খেয়াল রাখতে হবে ৷ তাহলে রিপ্রোডাক্টিভ ফাংশন ভাল হবে ৷ এন্ডোক্রিনোলজিস্ট ডক্টর সঞ্জয় কালরা কিছু টিপস দিয়েছে ৷ যার ফলে পুরুষদের সেক্সুয়াল ও রিপ্রোডাক্টিভ ফাংশন উন্নত হয়-
advertisement
স্ট্রেস বিসর্জন-
জীবনে মানসিক উদ্বেগ বা স্ট্রেস যত বাড়বে, তত ক্ষতিগ্রস্ত হবে যৌনজীবন৷ স্ট্রেসের প্রভাব পড়ে স্পার্মের গুণমানের উপরেও ৷
পর্যাপ্ত ঘুম-
পর্যাপ্ত পরিমাণে ঘুম সুস্থ লাইফস্টাইলের অন্যতম অংশ ৷ প্রতিদিন সঠিক পরিমাণে ঘুম হলে সেক্সুয়াল ডিজায়ার ও স্পার্ম কোয়ালিটি বজায় থাকে ৷
কুঅভ্যাস বর্জন-
advertisement
রেড ওয়াইন পানে ব্লাড সার্কুলেশন সঠিক বজায় থাকে ৷ কিন্তু সেক্সুয়াল পারফর্ম্যাম্সের উপর প্রভাব ফেলে অতিরিক্ত সুরাপান ও অত্যধিক ধূমপান ৷ এর ফলে মেল ফার্টিলিটি বা পুরুষ বন্ধ্যাত্ব এবং শুক্রাণুর গুণমান প্রভাবিত হয় ৷
advertisement
শারীরিক সক্ষমতা যত বেশি থাকবে, যৌন জীবনে আপনি তত বেশি সক্রিয় থাকবেন ৷ নিয়মিত শরীরচর্চা বজায় থাকলে ওজন নিয়ন্ত্রণে থাকে ৷ দূর হয় বন্ধ্যাত্বের সমস্যা ৷
চিকিৎসকের পরামর্শ-
যৌনজীবন সংক্রান্ত সমস্যায় অনেকেই চিকিৎসকের কাছে যেতে দ্বিধা করেন ৷ সেই প্রবণতা ঝেড়ে ফেলুন ৷ ইরেক্টাইল ডিসফাংশন ও অন্যান্য সমস্যা দেখা দিলে দ্রুত চিকিৎসকের পরামর্শ নিন ৷
বাংলা খবর/ খবর/লাইফস্টাইল/
Male Health : শয্যায় সঙ্গিনীকে তৃপ্ত করতে চান? পুরুষদের যৌনজীবন রঙিন করতে সহজ টিপস
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement