TRENDING:

Viral Video of a Tusker shattering windshield : হাতির দাঁতের ধাক্কায় চূর্ণ কাচ! মৃত্যুর মুখোমুখি হয়েও যাত্রীদের রক্ষা বাসচালকের, দেখুন ভাইরাল ভিডিও

Last Updated:

Viral Video of a Tusker shattering windshield : ভিডিওতে দেখা যাচ্ছে হাতিটি বাসের উইন্ডশিল্ড তার দাঁতের ধাক্কায় চুরমার করে দিল ৷ তাতেও রক্ষে নেই ৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
চেন্নাই : দাঁতালের ধাক্কায় চুরমার সরকারি বাসের উইন্ডশিল্ড (Tusker shatters windshield )৷ তার পরও ঠান্ডা মাথায় নিজেকে এবং বাসের অন্যান্য যাত্রীকে রক্ষা করলেন চালক ৷ মেরুদণ্ড দিয়ে হিমশীতল স্রোত বইয়ে দেওয়া এই ভিডিয়ো এখন ভাইরাল সামাজিক মাধ্যমে ৷ বাসচালকের (Nilgiri Busdriver) সাহস ও উপস্থিত বুদ্ধির প্রশংসায় পঞ্চমুখ ট্যুইটারেত্তিরা ৷
advertisement

শনিবার সকালে এই ঘটনা তামিলনাড়ুর (Tamilnadu) ৷ সরকারি কর্মীদের নিয়ে বাসটি যাচ্ছিল কোটাগিরি থেকে মেত্তুয়াপালয়মের পথে ৷ রাস্তায় যাত্রীভর্তি বাসের সঙ্গে দেখা বিশালাকায় হাতির (Tusker) ৷ মাঝরাস্তায় বাসের পথরোধ করে দাঁড়ায় সে ৷ বাসের মধ্যে তখন ভয়ে আর্ত চিৎকার করছেন যাত্রীরা ৷ কিছু জন অবশ্য সে অবস্থাতেও ঠান্ডা মাথায় পুরো ঘটনা মোবাইলে ভিডিও করে গিয়েছেন ৷ সেই ভিডিওে দেখে চক্ষু চড়কগাছ নেটিজেনদের ৷

advertisement

ভিডিওতে দেখা যাচ্ছে হাতিটি বাসের উইন্ডশিল্ড তার দাঁতের ধাক্কায় চুরমার করে দিল ৷ তাতেও রক্ষে নেই ৷ কিছুটা পিছিয়ে গিয়ে মাথা দিয়ে এ বার আক্রমণে উদ্যত হল সে ৷

হাতির সামনে এত ক্ষণ নিশ্চুপ বসে ছিলেন বাসচালক ৷ তার সামনেই চূর্ণবিচূর্ণ হয়ে যায় উইন্ডশিল্ড ৷ এর পর হাতিটি ফের আক্রমণে উদ্যত হতেই চালক হাত দিয়ে ঈশারা করেন যাতে যাত্রীরা বাসের পিছন দিকে চলে যান ৷

আরও পড়ুন : পিজ্জাবাহী ড্রোনের সঙ্গে মাঝ আকাশে লড়াই দাঁড়কাকের, দেখুন ভিডিয়ো

advertisement

ট্যুইটারে ভিডিওটি শেয়ার করেছেন উচ্চপদস্থ সরকারি অফিসার সুপ্রিয়া সাহু ৷ তামিলনাড়ু সরকারের পরিবেশ, জলবায়ু পরিবর্তন এবং অরণ্য বিভাগের তিনি প্রিন্সিপাল সেক্রেটারি ৷ ভিডিওটি কোনও বন্ধুর সৌজন্যে পেয়েছেন বলে জানিয়েছেন ৷ ভিডিও শেয়ার করে তিনি ট্যুইটারে লিখেছেন, ‘‘ নীলগিরি অঞ্চলে সরকারি বাসের এই চালকের প্রতি আমার গভীর শ্রদ্ধা ৷ বিধ্বংসী দাঁতালের আক্রমণ থেকে তিনি বাসযাত্রীদের রক্ষা করেছেন ৷ ’’ বিপদের মুখে স্থিতধী চালকের উপস্থিত বুদ্ধির প্রশংসা করেছেন তিনি ৷

advertisement

আরও পড়ুন : শুক্তো, মাছের কালিয়া থেকে চিংড়ির মালাইকারি, মায়ের হাতের রান্নায় ভোজনবিলাস বিপাশার

সেরা ভিডিও

আরও দেখুন
মেশিন বদলে দিল ব্যবসার ভাগ্য, প্রোডাক্ট তৈরি হচ্ছে ঝড়ের গতিতে! মুনাফা দ্বিগুণ
আরও দেখুন

সুপ্রিয়া একা নন৷ তামিলনাড়ুর ওই বাসচালককে বাহবা জানিয়েছেন অসংখ্য নেটিজেন ৷ জানা গিয়েছে, দাঁতালটি এর পর বাসের কোনও ক্ষতি না করে সরে গিয়েছে ৷ নিরাপদে আছেন চালক ও বাসযাত্রীরা ৷

বাংলা খবর/ খবর/লাইফস্টাইল/
Viral Video of a Tusker shattering windshield : হাতির দাঁতের ধাক্কায় চূর্ণ কাচ! মৃত্যুর মুখোমুখি হয়েও যাত্রীদের রক্ষা বাসচালকের, দেখুন ভাইরাল ভিডিও
Open in App
হোম
খবর
ফটো
লোকাল