শনিবার সকালে এই ঘটনা তামিলনাড়ুর (Tamilnadu) ৷ সরকারি কর্মীদের নিয়ে বাসটি যাচ্ছিল কোটাগিরি থেকে মেত্তুয়াপালয়মের পথে ৷ রাস্তায় যাত্রীভর্তি বাসের সঙ্গে দেখা বিশালাকায় হাতির (Tusker) ৷ মাঝরাস্তায় বাসের পথরোধ করে দাঁড়ায় সে ৷ বাসের মধ্যে তখন ভয়ে আর্ত চিৎকার করছেন যাত্রীরা ৷ কিছু জন অবশ্য সে অবস্থাতেও ঠান্ডা মাথায় পুরো ঘটনা মোবাইলে ভিডিও করে গিয়েছেন ৷ সেই ভিডিওে দেখে চক্ষু চড়কগাছ নেটিজেনদের ৷
advertisement
ভিডিওতে দেখা যাচ্ছে হাতিটি বাসের উইন্ডশিল্ড তার দাঁতের ধাক্কায় চুরমার করে দিল ৷ তাতেও রক্ষে নেই ৷ কিছুটা পিছিয়ে গিয়ে মাথা দিয়ে এ বার আক্রমণে উদ্যত হল সে ৷
হাতির সামনে এত ক্ষণ নিশ্চুপ বসে ছিলেন বাসচালক ৷ তার সামনেই চূর্ণবিচূর্ণ হয়ে যায় উইন্ডশিল্ড ৷ এর পর হাতিটি ফের আক্রমণে উদ্যত হতেই চালক হাত দিয়ে ঈশারা করেন যাতে যাত্রীরা বাসের পিছন দিকে চলে যান ৷
আরও পড়ুন : পিজ্জাবাহী ড্রোনের সঙ্গে মাঝ আকাশে লড়াই দাঁড়কাকের, দেখুন ভিডিয়ো
ট্যুইটারে ভিডিওটি শেয়ার করেছেন উচ্চপদস্থ সরকারি অফিসার সুপ্রিয়া সাহু ৷ তামিলনাড়ু সরকারের পরিবেশ, জলবায়ু পরিবর্তন এবং অরণ্য বিভাগের তিনি প্রিন্সিপাল সেক্রেটারি ৷ ভিডিওটি কোনও বন্ধুর সৌজন্যে পেয়েছেন বলে জানিয়েছেন ৷ ভিডিও শেয়ার করে তিনি ট্যুইটারে লিখেছেন, ‘‘ নীলগিরি অঞ্চলে সরকারি বাসের এই চালকের প্রতি আমার গভীর শ্রদ্ধা ৷ বিধ্বংসী দাঁতালের আক্রমণ থেকে তিনি বাসযাত্রীদের রক্ষা করেছেন ৷ ’’ বিপদের মুখে স্থিতধী চালকের উপস্থিত বুদ্ধির প্রশংসা করেছেন তিনি ৷
আরও পড়ুন : শুক্তো, মাছের কালিয়া থেকে চিংড়ির মালাইকারি, মায়ের হাতের রান্নায় ভোজনবিলাস বিপাশার
সুপ্রিয়া একা নন৷ তামিলনাড়ুর ওই বাসচালককে বাহবা জানিয়েছেন অসংখ্য নেটিজেন ৷ জানা গিয়েছে, দাঁতালটি এর পর বাসের কোনও ক্ষতি না করে সরে গিয়েছে ৷ নিরাপদে আছেন চালক ও বাসযাত্রীরা ৷