TRENDING:

Breakfast Recipe: সকালে উঠে ব্রেকফাস্ট বানানোর ঝামেলা থেকে মুক্তি! ওটস আর ডার্ক চকোলেটের সহজ এই ডিশ ট্রাই করবেন না কি?

Last Updated:

কথা না-বাড়িয়ে জেনে নেব, ওটস-ডার্ক চকোলেট ব্রেকফাস্ট জার (Oats and Dark Chocolate Breakfast Jar) বাড়িতে কী ভাবে বানাতে হবে৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#কলকাতা: সক্কাল বেলা উঠতে-না-উঠতেই হাজার কাজের চাপ এসে পড়ে ঘাড়ে৷ তো তখন আর আলাদা করে ব্রেকফাস্ট বা প্রাতরাশ (Breakfast Recipe) বানিয়ে খেতে ইচ্ছে করে না৷ ওই চা-বিস্কুট অথবা ডিম সেদ্ধ অথবা পাঁউরুটি মাখন দিয়েই চালিয়ে নিতে হয়৷ আবার অনেক সময় আর ব্রেকফাস্টের সময়ই হয়ে ওঠে না৷ মনে হয়, জলদি জলদি লাঞ্চটা করে নেওয়া যাবে৷
advertisement

আরও পড়ুন: https://bengali.news18.com/news/technology/mobile-step-by-step-process-of-how-to-download-and-save-twitter-videos-on-your-phone-tc-dc-672432.html

কিন্তু পুষ্টিবিদরা জানান, এই অভ্যেসটা আমাদের শরীরের জন্য খুবই ক্ষতিকর৷ আসলে ব্রেকফাস্ট (Breakfast Recipe) হচ্ছে দিনের প্রথম ও গুরুত্বপূর্ণ খাবার৷ তাই এটা না-খেলে চলবে না৷ আমাদের মনে রাখতে হবে যে, দিনের প্রথম খাবারটা যেন স্বাস্থ্যের পক্ষে ভালো হয়৷ তাই ব্রেকফাস্টের জন্য এখন বেশির ভাগ মানুষই ওটসের দিকে ঝুঁকছেন৷ ওটস বানাতেও ঝামেলা কম, আর স্বাস্থ্যকরও বটে৷ সম্প্রতি পুষ্টিবিদ পূজা মাখিজা ওটস আর ডার্ক চকোলেট দিয়ে বানানো একটি ব্রেকফাস্ট রেসিপির (Breakfast Recipe) ভিডিও শেয়ার করেছেন৷ যা প্রচণ্ড টেস্টি এবং স্বাস্থ্যকর৷ আসলে অনেকে ওটস পছন্দ না-করলেও স্বাস্থ্যের কথা ভেবে খেয়ে নেন৷ ফলে তাঁরা এই রেসিপি বানিয়ে খেতে পারেন৷ তাই আর কথা না-বাড়িয়ে জেনে নেব, ওটস-ডার্ক চকোলেট ব্রেকফাস্ট জার (Oats and Dark Chocolate Breakfast Jar) বাড়িতে কী ভাবে বানাতে হবে৷

advertisement

আরও পড়ুন: https://bengali.news18.com/news/education-career/job-bel-invites-applications-for-trainee-and-project-engineer-posts-tc-dc-672458.html

ওটস আর ডার্ক চকোলেট ব্রেকফাস্ট (Breakfast Recipe) জার বানানোর উপায়:

উপকরণ-

একটা জার বা বয়াম

১/৪ কাপ রোস্টেড ওটস

২ টেবিল-চামচ চিয়া সিডস

আধ কাপ নারকেলের দুধ

২ টেবিল-চামচ কোরানো নারকেল

১/৪ কাপ কোকোনাট ইয়োগার্ট

১ চা-চামচ স্টেভিয়া

২ টেবিল-চামচ ডার্ক চকোলেট

প্রণালী:

আগের দিন রাতে জারের মধ্যে সব ক’টি উপকরণ একসঙ্গে নিয়ে ভালো করে মেশাতে হবে৷ তার পর জারটাকে সারা রাত ফ্রিজে রেখে দিতে হবে৷ পরের দিন সকালে ঠাণ্ডা ঠাণ্ডা ওটস-ডার্ক চকোলেট মিক্স পরিবেশন করা যেতে পারে৷

advertisement

আরও পড়ুন: https://bengali.news18.com/news/business/give-premium-once-and-get-monthly-pension-for-entire-life-dc-672777.html

ওটস আর ডার্ক চকোলেটের (Breakfast Recipe) উপকারিতা:

সেরা ভিডিও

আরও দেখুন
পুরীর রথ এবার রঘুনাথপুরে, থিমে মন কাড়ছে আপার বেনিয়াসোলের দুর্গাপুজো মণ্ডপ
আরও দেখুন

ওটস-এর মধ্যে প্রচুর পরিমাণে কার্বোহাইড্রেট এবং ফাইবার রয়েছে৷ শুধু তা-ই নয়, ওটস-এ রয়েছে প্রোটিন, ফ্যাট, ভিটামিন এবং মিনারেল-ও৷ আর এটা প্রমাণিত যে, ওটস কোলস্টেরল এবং রক্তচাপের মাত্রা কমাতে সক্ষম৷ আর ডার্ক চকোলেটও যথেষ্ট ফাইবার সমৃদ্ধ৷ এ ছাড়াও এর মধ্যে রয়েছে আয়রন, ম্যাগনেশিয়াম, কপার এবং ম্যাঙ্গানিজ৷ ডার্ক চকোলেট অ্যান্টি-অক্সিড্যান্টে ভরপুর থাকে৷ ফলে ডার্ক চকোলেট খেলে রক্ত সঞ্চালন ভালো ভাবে হয়৷ আর মস্তিষ্কের কার্যকারিতা বৃদ্ধি পায়৷

advertisement

বাংলা খবর/ খবর/লাইফস্টাইল/
Breakfast Recipe: সকালে উঠে ব্রেকফাস্ট বানানোর ঝামেলা থেকে মুক্তি! ওটস আর ডার্ক চকোলেটের সহজ এই ডিশ ট্রাই করবেন না কি?
Open in App
হোম
খবর
ফটো
লোকাল