TRENDING:

কেক-ককটেল খানাপিনা, মুড পারফেক্ট করার এটাই নতুন ঠিকানা !

Last Updated:
impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#কলকাতা: এক এক করে প্রায় সব উৎসব শেষ ৷ আর এবারের উৎসব প্রতিবারে থেকে একেবারেই আলাদা ৷ রীতিমতো আতঙ্ক নিয়েই উৎসবে যতটা পারা যায় ততটা আনন্দ ৷ তবে এই নিয়ে মন খারাপ আর নয় ৷ লাইফ ইজ গো অন ৷ আর তাই তো, আপনার মুডকে ঠিক করতে, শহরের কিছু জায়গা একেবারে রেডি ! পর পর তাদের নানান আয়োজনে মুড হয়ে যাবে একেবারে পারফেক্ট ৷
advertisement

কোন জায়গা? কী হয় সেখানে? রইল তালিকা ৷

লর্ডস অ্যান্ড ব্যারন

পার্কস্ট্রিটের এই পাব আপনাকে ওয়েলকাম জানাবে একেবারে অন্য রঙে ৷ কেক-ককটেলের সম্ভারে আপনার মন হবে এখানে ফুরফুরে ৷ রাস্টিক অ্যাপেল কবলার, চকোলেট কেক, ক্লাসিক ফ্রুট ট্রাফেল ৷ এখানে এলে অবশ্যই ট্রাই করুন ৷

advertisement

ট্রাফিক গ্যাসট্রোপাব

সিটি সেন্টার ২ মানে রাজারহাটের এই পাব কিন্তু ইয়ং জেনদের কাছে দারুণ ফেভারিট৷ এখানকার ককটেল আর দারুণ পরিবেশে মন থেকে উধাও হয়ে যাবে সব চিন্তা ৷ বলা ভালো স্ট্রেস দূর করতে এখানে ঢুঁ মারতেই পারেন ৷

advertisement

আমিনিয়ার নাম আর নতুন করে কীই বা বলা যায় ৷ মোগলাই খানার জন্য আমিয়ানা এক নম্বর চয়েস ৷ তাই বিরিয়ানি থেকে কাবাব, আমিনিয়ার রসনায় ডুব দিতেই পারেন ৷ নিউ মার্কেট থেকে শুরু করে গোলপার্ক, সোদপুর, চিনারপার্ক, বাইপাস, সব জায়গাতেই এখন আমিনিয়া রয়েছে ৷

advertisement

ক্যান্টিন পাব অ্যান্ড গ্রাব

সিটি সেন্টার ১-এ এই পাবও ধীরে ধীরে উত্তাপ জাগিয়েছে ইয়ং জেনের মধ্যে ৷ ককটেল আর ডেসার্ট এখানে ট্রাই করতেই হবে ৷ তালিকায় রয়েছে, হরাভরা, খুশ মানালি ৷

মিনিস্ট্রি অফ বুজ

সেরা ভিডিও

আরও দেখুন
জয়নগরের মোয়া, তাও আবার সুগার ফ্রি! উইন্টার ডেলিকেসি এখন সবার নাগালে, কোথায় পাবেন? জানুন
আরও দেখুন

টাকিলা শটে মন ভরাতে চান? আজকেই ঢুঁ মারুন মিনিস্ট্রি অফ বুজে ৷ ককটেলের ব্যাপারে শহরে এই সময় উত্তাপ বাড়িয়ে এই মিনিস্ট্রি অফ বুজ ৷

advertisement

বাংলা খবর/ খবর/লাইফস্টাইল/
কেক-ককটেল খানাপিনা, মুড পারফেক্ট করার এটাই নতুন ঠিকানা !
Open in App
হোম
খবর
ফটো
লোকাল