মটক উপজাতি মূলত অসমের তিনসুকিয়া এবং ডিব্রুগড় জেলায় বসবাস করে। তারা প্রাচীনকাল থেকেই বিহু পরবের শেষে ঐতিহ্যগতভাবে মুদ্রা খেলা বা কড়ি খেলা খেলে আসছে। বোহাগ বিহুর সময় মটক সম্প্রদায়ের যুবকরা হুচোরি গান শেষ হওয়ার ৬-৭ দিন পর এই মুদ্রা খেলার আয়োজন করে থাকে।
আরও পড়ুন: রাতভর বৃষ্টিতে জলের তলায় শিলং
advertisement
এই ঐতিহ্যবাহী কড়ি খেলা গ্রামের নামঘর ও কিছু গণ্যমান্য ব্যক্তির বাড়িতে অনুষ্ঠিত হয়। মটক সম্প্রদায়ের যুবক ও প্রবীণরা একটি নির্দিষ্ট দিনে নামঘরে বা কোনও গণ্যমান্য ব্যক্তির বাড়িতে সন্ধে হলে কড়ি খেলার আসর বসায়। এই খেলা পরেরদিন সকাল পর্যন্ত চলে।
কড়ি খেলার বেশ কিছু নিয়ম-কানুন আছে। এতে একটি বোর্ড এবং পেন্সিল লাগে, যা খেলায় ব্যবহৃত কড়ি বা কয়েনের সংখ্যা গণনা করতে ব্যবহৃত হয়। এই খেলাটা মহাভারতে উল্লেখিত পাশা খেলার মত অনেকটা। কড়ি খেলার অনেক ধরন আছে, তবে সবচেয়ে গুরুত্বপূর্ণ হল বিহুয়া সাবাহ বা গারখিয়া সাবাহ। তবে এই ঐতিহ্যবাহী খেলাটি কেবলমাত্র মটক উপজাতির পুরুষরাই খেলতে পারে। এতে নারীদের অংশগ্রহণ নিষিদ্ধ।