TRENDING:

Tourist Spot Titanic View Point: টাইটানিক ভিউ পয়েন্ট, হানিমুনের জন্য পারফেক্ট, ফ্যামিলি নিয়েও যেতে পারেন, দার্জিলিং-এর কাছে দারুণ প্যাকেজ ট্যুর

Last Updated:

গত ডিসেম্বরে শেষ হয় নির্মাণের কাজ। নাম রাখা হয় ‘টাইটানিক’, কারণ গঠনটা অনেকটা সেই ঐতিহাসিক জাহাজের সামনের অংশের মতো। প্রকৃতি ও কল্পনার সংমিশ্রণে তৈরি এই স্থান সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে পড়ে।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
দার্জিলিং : শিলিগুড়ি থেকে মাত্র ২৫ কিলোমিটার দূরে পাহাড়ি আঁকাবাঁকা পথে এগোলেই মিলবে এক স্বপ্নের মতো জায়গা, টাইটানিক ভিউ পয়েন্ট। মেঘে ঢাকা আকাশ, সবুজ পাহাড়ের বুক চিরে দাঁড়িয়ে থাকা পাথরের গঠন, আর তার মাঝেই পর্যটকদের হাতছানি দিয়ে ডাকে এক অভিনব সৃষ্টি।
advertisement

তিন বছর আগে শিলিগুড়ির কাছে মহানদী নামক জায়গায় একটি ছোট ফাস্টফুড দোকান দিয়েছিলেন স্বপ্না গুরুং ও বিকাশ গুরুং। প্রথমদিকে ব্যবসা ভালই চলছিল, কিন্তু ধীরে ধীরে ভাটা পড়ে। ঠিক সেই সময় দোকানের পিছনের উঁচু পাথরের পাহাড় নজরে আসে। পাহাড় কেটে কিছু করার ভাবনা থেকেই জন্ম নেয় টাইটানিক ভিউ পয়েন্ট।

“আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন”

advertisement

গত ডিসেম্বরে শেষ হয় নির্মাণের কাজ। নাম রাখা হয় ‘টাইটানিক’, কারণ গঠনটা অনেকটা সেই ঐতিহাসিক জাহাজের সামনের অংশের মতো। প্রকৃতি ও কল্পনার সংমিশ্রণে তৈরি এই স্থান সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে পড়ে। ফেসবুক, ইনস্টাগ্রাম, ইউটিউব, সব প্ল্যাটফর্মেই উঠে আসে টাইটানিক ভিউ পয়েন্টের নাম।

View More

পর্যটকদের ঢল নামে। শুধু শিলিগুড়ি বা আশপাশের পাহাড়ি অঞ্চল নয়, কলকাতা থেকেও অনেক পর্যটক দার্জিলিং যাওয়ার পথে থেমে পড়েন এই ভিউ পয়েন্টে। এমনই এক পর্যটক, পেশায় চিকিৎসক ডঃ ওয়াসিম আখতার জানিয়েছেন, “সারা বছর কর্মব্যস্ততায় ডুবে থাকি, তাই শান্তির খোঁজে পাহাড়ে এসেছি। পথে হঠাৎ চোখে পড়ল টাইটানিক ভিউ পয়েন্ট। সোশ্যাল মিডিয়ার কথা মনে পড়তেই গাড়ি থামিয়ে দেখলাম। মন জয় করে নিয়েছে এই জায়গা।”

advertisement

আরও পড়ুনBollywood Richest Family: কাপুর-খান-বচ্চনদের বলে বলে কিনতে পারবে বলিউডের এই পরিবার, টাকার খনি, সবথেকে বড়লোক, দেখে বোঝার উপায় নেই

আজ সেই স্বপ্ন সফল। বিকাশ ও স্বপ্না বলছেন, “একদিন যেটা ছিল শুধু ভাবনা, আজ সেটা বাস্তব। পর্যটক বাড়ছে, বিক্রি বাড়ছে, আর তার চেয়েও বড় কথা, আমাদের তৈরি স্বপ্ন আজ অনেকের ভালোবাসা কুড়িয়েছে।”

advertisement

টাইটানিক ভিউ পয়েন্ট এখন শুধু এক ভিউ পয়েন্ট নয়, পর্যটকদের জন্য হয়ে উঠেছে আকর্ষণের কেন্দ্রবিন্দু।

সেরা ভিডিও

আরও দেখুন
চন্দননগর, কৃষ্ণনগর নয়! বর্ধমানেও জমজমাট জগদ্ধাত্রী পুজো, ২৬ ফুটের প্রতিমা মূল আকর্ষণ
আরও দেখুন

ঋত্বিক ভট্টাচার্য

বাংলা খবর/ খবর/লাইফস্টাইল/
Tourist Spot Titanic View Point: টাইটানিক ভিউ পয়েন্ট, হানিমুনের জন্য পারফেক্ট, ফ্যামিলি নিয়েও যেতে পারেন, দার্জিলিং-এর কাছে দারুণ প্যাকেজ ট্যুর
Open in App
হোম
খবর
ফটো
লোকাল