দিন দিন বদলাচ্ছে মানুষের রুচি। বদল আসছে মানুষের চাহিদাতেও। সোনা রুপোর ভারী গয়নার পরিবর্তে মানুষের চাহিদা বেড়েছে হাতে তৈরি কাস্টমাইজ বিভিন্ন ধরনের হ্যান্ডমেড জুয়েলারিতে। আর বাড়িতে বসেই এক গৃহবধূ তৈরি করছেন নতুন ধরনের এই জুয়েলারি। ক্লে কিংবা জাঙ্ক জুয়েলারি নয়, এবার সামান্য রঙিন সুতো দিয়ে তৈরি করছেন নানান সুন্দর সুন্দর গয়না। গলার হার থেকে কানের দুল, এমনকি হাতের চুড়ি ও হেয়ার ব্যান্ডেও থাকছে এমব্রয়ডারির কাজ।
advertisement
পশ্চিম মেদিনীপুরের দাঁতন ২ ব্লকের ধনেশ্বরপুর এলাকার বাসিন্দা মৌমিতা জানান, বাড়ির অন্যান্য কাজের অবসরে এই ধরনের এমব্রয়ডারি জুয়েলারি বানিয়ে বিক্রি করছেন অনলাইন এবং অফলাইন মাধ্যমে। মূলত পাইকারি দরে বিক্রি হচ্ছে তার হাতে তৈরি এই সমস্ত জুয়েলারি। দাম রয়েছে মাত্র ২৫ টাকা থেকে প্রায় ৫০০ টাকা পর্যন্ত। প্রসঙ্গত সামান্য সুতো দিয়ে এই জুয়েলারি তৈরি হওয়ার কারণে অত্যন্ত হালকা হয়। শুধু তাই নয়, বিভিন্ন রঙিন সুতোয় কাজ করা থাকলে দেখতে অসাধারণ লাগে। বেশ কয়েক মাস ধরেই নিজের ছোটবেলার শখ ও শেখাকে কাজে লাগিয়েছেন ব্যবসায়। সামান্য উপকরণ ও সুতো দিয়ে তৈরি করছেন এই সমস্ত জুয়েলারি। অনলাইন মাধ্যমে তার স্থানীয় এলাকার পাশাপাশি বিক্রি হচ্ছে, দিল্লি কাশ্মীর-সহ একাধিক জায়গায়। যার থেকে মিলছে লাভ।
আরও পড়ুন-‘দেহব্যবসা করে অকালে জীবনটাই শেষ…! স্বামীর নরকযন্ত্রণায় ৩৪-এ মৃত্যু বিখ্যাত বলি নায়িকার, শ্মশানে নিয়ে যাওয়ার ছিল না কেউ, চিনতে পারলেন?
প্রসঙ্গত, সংগঠিতভাবে এই কাজ করলে প্রতিমাসে এক একজনের রোজগার হতে পারে প্রায় পঞ্চাশ হাজার টাকা পর্যন্ত। প্রতিমাসে এই গৃহবধুর মিলছে উপার্জন। স্বাভাবিকভাবে বাড়িতে বসে অন্যান্য কাজের পাশাপাশি এই সমস্ত জুয়েলারি বানিয়ে বেশ রোজগার হচ্ছে তার। পুজোর ফ্যাশনে জুড়েছে এমব্রয়ডারি জুয়েলারি।