আরও পড়ুন- শীতের লুকে তাক লাগাতে চান পুরুষরা? ভিকি, রণবীর, সিদ্ধান্তের থেকে নিন টিপস
কিন্তু পোষ্যকে (Travel Safe with Pets) নিয়ে ঘুরতে যেতে পারলে তার মজাই আলাদা। পোষ্যকে সঙ্গী করে পাড়ি দিতে হলে কিছু বিষয় মাথায় রাখতেই হবে। তাই এই কয়েকটি বিষয় ভুলবেন না।
পশুচিকিৎসকের সঙ্গে কথা বলুন
advertisement
পোষ্যটিকে সঙ্গে করে ঘুরতে নিয়ে যাওয়ার আগে পশুচিকিত্সা হাসপাতালে যান অবশ্যই। আপনার পোষ্যের পশুচিকিত্সকের সঙ্গে তার স্বাস্থ্য সম্পর্কিত সমস্ত বিধিনিষেধগুলি জেনে নিন তাতে আপনি ও পোষ্য দু’জনেই নিশ্চিন্তে ঘুরতে পারবেন। যদি পশুচিকিত্সক পোষ্যকে ভ্রমণসঙ্গী করতে বারণ করেন তবে অবশ্যই এই পরামর্শ মেনে চলা উচিত এবং আপনার অনুপস্থিতিতে পোষ্যের দেখভালের বিকল্প খোঁজা উচিত।
পোষ্যকে সঙ্গে রাখার ক্যারিয়ার খুঁজুন
আপনার পোষ্যের (Travel Safe with Pets) জন্য ট্রেনে বা বিমানে পৃথক আসন বুক করা যায় না। সুতরাং পোষ্যকে রাখার জন্য একটি আরামদায়ক ক্যারিয়ার কিনতে হবে আপনাকে৷ নিজের কোলে বসিয়ে নিয়ে যাবেন এমন ভাবনা না রাখাই ভালো৷ বিমানসংস্থাগুলির নিয়মই রয়েছে আপনি কীভাবে আপনার পোষ্যকে কেবিনে আপনার সঙ্গে নিয়ে যেতে পারেন।
আরও পড়ুন- অল্পেই সর্দি-জ্বর, ভাইরাল সংক্রমণ? রান্নাঘরেই পাবেন রোগ প্রতিরোধের এই হাতিয়ার
পোষ্যের সচিত্র পরিচয়পত্র তৈরি করুন
আপনার পোষ্যের কলারে সঠিক পরিচয়পত্র ঝুলিয়ে দিন। আইডিতে অবশ্যই সমস্ত প্রাসঙ্গিক তথ্য থাকতে হবে যা অজানা জায়গায় ঘুরে বেড়ানোর ক্ষেত্রে কাজে আসবে। পোষ্য ভয় পেলে বা হারিয়ে গেলে কিন্তু ভয়ঙ্কর সমস্যায় পড়বেন।
পোষ্যের থাকার জায়গা আছে কী না নিশ্চিত করুন
কোথায় নিজে থাকবেন তা নির্বাচন করার সময় পোষ্যের বিশ্রামের (Travel Safe with Pets) জন্যও ওই হোটেলে আরামদায়ক জায়গা আছে কী না তা জেনে নিন৷ আগে থেকে নিশ্চিত করুন আপনি যেখানে থাকবেন সেখানে পোষ্য রাখার বন্দোবস্ত আছে কী না। পরে ঝামেলা এড়াতে চাইলে আগেই কথাবার্তা বলে নিন।