এমএম তরাই পিকনিক স্পট বরাবরই সকলের পছন্দের তালিকায় জায়গা করে নিয়েছে। চারদিকে পাহাড়, জঙ্গল এবং নদী বরাবরই মন জয় করে সকলের। সারা বছর জুড়ে এই জায়গায় মানুষ এসে থাকলেও শীতের মরশুম আসলে কাতারে কাতারে মানুষের ভিড় লক্ষ্য করা যায়। যেখানে গেলে পাখিদের কিচিরমিচির শব্দ, পাহাড়ের শীতল আবহাওয়া, সঙ্গে খরস্রোতা পাহাড়ি নদীর শব্দে মন ভরে উঠবে। যে দিকেই দেখা যায়, সে দিকেই সবুজে ঘেরা প্রকৃতি যেন হাতছানি দেবে আপনাকে। সেই অর্থেই শীতের মরশুম আসতেই নতুন রূপে সেজে উঠছে এই এম এম তরাই পিকনিক স্পট। নদীর চরের উপর তৈরি হয়েছে ছোট্ট ছোট্ট ঘর। পাশাপাশি এই পিকনিক স্পটকে কেন্দ্র করে তৈরি হয়েছে বেশ কিছু দোকান। চাইলে সেখানে বসেও বিখ্যাত মোমো খেতে খেতে পাহাড়ের সৌন্দর্য উপভোগ করতে পারবেন।
advertisement
প্রচুর মানুষের ভিড় জমছে এই পিকনিক স্পটে। স্বাভাবিকভাবেই আয়ও বাড়ছে এখানকার স্থানীয় মানুষদের। স্থানীয় এক যুবক রৌশন প্রধান জানান, শীতের মরশুম আসতেই ইতিমধ্যেই ছুটির দিনে বা উইকেন্ডে পিকনিক করতে ছুটে আসছে বহু পর্যটক। বরাবরই সকলের পছন্দের জায়গা এই এমএম তরাই পিকনিক স্পট যেখানে বসে স্থানীয় খাবার খাওয়ার সঙ্গে থাকবে পাহাড় নদী জঙ্গল সবকি ছুর আনন্দ।
আপনিও যদি ঘরের কাছে পাহাড়ি ঘেরা কোন ডেস্টিনেশনে পরিবার অথবা বন্ধু-বান্ধবের সাথে কিছুটা সময় কাটাতে চান তবে শিলিগুড়ির একদম কাছে এই এমএম তরাই পিকনিক স্পট হতে পারে আপনার সেরা ঠিকানা। এই জায়গায় আসলেই প্রকৃতির সাথে মনের এক অপরূপ মেলবন্ধন ঘটে। যেখানে বসে লোকাল মোমো হাতে পাহাড়ি নদীতে পা ডুবিয়ে দু’চোখ ভরে পাহাড়কে উপভোগ করা যায়। সব মিলিয়ে চলতি বছরে নতুন সাজে পর্যটকদের কাছে ধরা দিতে চলেছে এম এম তরাই পিকনিক স্পট।
সুজয় ঘোষ