এখানে রয়েছে ইকো অ্যাডভেঞ্চার ক্যাম্প। সে ক্যাম্পের থেকে দায়িত্ব সহকারে পর্বত আরোহন করানো হয়। থাকে প্রফেশনাল ট্রেনার। তাই যারা পর্বত আরোহণ করতে ভালবাসেন তাদের জন্য এই জায়গার বিকল্প হয় না। এ বিষয়ে ক্যাম্প কর্তৃপক্ষের পক্ষ থেকে অমিতাভ মল্লিক জানান, প্রচারের আলোয় এখনও সেভাবে আসেনি এই স্পট। যারা অতি উৎসাহী অ্যাডভেঞ্চারপ্রেমী তারাই মূলত এখানে বেড়াতে আসেন। সমস্ত ব্যবস্থাই তাদের পক্ষ থেকে করা হয় যাতে কারোর কোনও অসুবিধা না হয় সেদিকে নজরদারি থাকে।
advertisement
এ বিষয়ে এই ক্যাম্পে আসা এক পর্যটক অনিন্দিতা পোদ্দার চৌধুরী বলেন , একেবারেই অন্যরকম বেড়ানোর অভিজ্ঞতা হয়েছে তার। এই প্রথমবার তিনি এরকম কোনও অ্যাডভেঞ্চার ক্যাম্পে এসেছেন। খুবই ভাল লাগছে এই ক্যাম্পে এসে। প্রকৃতির মাঝে হারিয়ে যেতে পেরে একেবারেই আলাদা রকমের অভিজ্ঞতা হচ্ছে তার।
পরিবার, প্রিয়জনের সঙ্গে বেড়ানো হোক কিংবা অ্যাডভেঞ্চার পর্যটকদের পছন্দের জায়গা হয়ে উঠেছে বনমহল পুরুলিয়া। এই জেলার অপরূপ রূপের স্বাদ চেটেপুটে উপভোগ করেন পর্যটকেরা। আর পুরুলিয়ার পর্যটন মানচিত্রে অন্যতম সংযোজন গজাবুরু পাহাড়।
শর্মিষ্ঠা ব্যানার্জি