পর্যটন কেন্দ্রগুলো ঢেলে সাজানোর পরিকল্পনার পর এবার পর্যটকদের নিরাপত্তার বিষয়তেও জোর। পেহেলগাঁও হামলায় যেভাবে পর্যটকদের ধর্ম জেনে খুন করা হয়েছিল। তার ক্ষোভে ফুঁসছিল গোটা দেশ যোগ্য জবাব দিয়েছে অবশ্য ভারতীয় সেনাবাহিনী। ধংস করা হয়েছে জঙ্গি ঘাঁটি, পাকিস্তানের বেশ কিছু হামলার ছক বাঞ্চাল করেছে সেনাবাহিনী। পেহেলগাঁও হামলা থেকে শিক্ষা নিয়েই এবার নিরাপত্তা নিশ্চিত করতে পর্যটন শিল্পের সঙ্গে যুক্ত মানুষদের কথা ভেবে জায়গায় বসছে সিসিটিভি। এমনকি পর্যটন ক্ষেত্রগুলিতেও ২৪ ঘণ্টা নজরদারি বাড়ানো হয়েছে।
advertisement
আরও পড়ুন-বেরিয়ে এল সত্যিটা…! ICU-তেও ভর্তি ছিলেন মুকুল, কী হয়েছিল বলি অভিনেতার? মৃত্যুর আসল কারণ কি ‘এটা’ই
হোটেল, রিসর্ট এবং হোমস্টেগুলির জন্য নতুন নির্দেশিকা জারি করা হয়েছে৷ পর্যটকেরা রুম ভাড়া করতে এলে আগে নাম তুলতে হবে তবেই এন্ট্রি নিতে পারবেন ঘরে, না হলে বাইরেই থাকতে হতে পারে। বেলপাহাড়ির এসডিপিও শ্রেয়া সরকার জানান, ‘ওয়েবসাইট চালু হয়েছে হোটেলে, রিসর্ট এবং হোমস্টেগুলিকে রেজিস্ট্রেশন করতে হচ্ছে। এরপর প্রতিদিন কতজন অতিথি আসছেন, কখন আসছেন যাচ্ছেন তা নথিভুক্ত করতে হবে।’
বেলপাহাড়ি ট্যুরিজম অ্যাসোসিয়েশনের সম্পাদক রাহুল অধিকারি জানান, ‘পর্যটকেরা এলেই আগে ওয়েবসাইটে পর্যটকদের নাম তুলতে বলা হয়েছে, পুলিশ প্রশাসনের কাছ থেকে বার্তা পাওয়ার পরেই তৎপর হয়েছেন। আগে প্রত্যেক মাসে কোন কোন পর্যটক এসেছেন তার তথ্য নিতেন, এখন সঙ্গে সঙ্গেই ওয়েবসাইটে নাম নথিভুক্ত করতে হবে।’
তন্ময় নন্দী