TRENDING:

Tourist Spot: ইংরেজ আমলের সাহেব বাঁধ এখন অফবিট ট্রাভেল স্পট, শীত নামতেই বাড়ছে পর্যটক সংখ্যা

Last Updated:

Tourist Spot: ১৯৪২ সালে ইংরেজদের আমলে তৈরি হয়েছিল এই বাঁধ যা সাহেব বাঁধ বলেই পরিচিত। শীত এলে বনভোজনের সেরা ঠিকানায় পরিণত হয় এই জায়গাটি।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
গড়বেতা, পশ্চিম মেদিনীপুর, মিজানুর রহমান: যেন হঠাৎ চিত্রপট বদলে গিয়ে খুলে গেল এক স্বপ্নের পৃথিবী। শীতের রোদে গড়বেতার সাহেব বাঁধে এখন পর্যটকদের ঢল। দিনের শুরুতেই পরিবার, বন্ধু, পর্যটক যে যেভাবে পারছেন ছুটে আসছেন প্রকৃতির এই অনাবিল সৌন্দর্য দেখতে। শীতের হালকা কাঁপুনি আর মাটির গন্ধ মিলেমিশে সাহেব বাঁধকে এ মরসুমে এক অন্যরকম আবহ এনে দিয়েছে। এলাকার নাম গোবিন্দচক, অনেকে সাহেব বাঁধ বলেই চেনেন। সাহেব বাঁধের ভিউ পয়েন্টে দাঁড়ালে বোঝা যায় কেন মানুষজন এখানে এলে ঘণ্টার পর ঘণ্টা সময় কাটিয়ে দেন। দূরে জঙ্গলের ফাঁক গলে রোদ এসে পড়ে জলের উপর তখন সেই জলের রঙ বদলে যায় সোনালি নীল মায়ায়।
advertisement

আরও পড়ুনঃ SSC শিক্ষক নিয়োগে গতি, উচ্চমাধ্যমিকে চার বিষয়ে ইন্টারভিউ শুরু! নবম-দশমের লিস্ট সপ্তাহের শেষে

ইংরেজ আমলে এলাকার মানুষের জলের চাহিদা মেটাতে কিংবা চাষের কাজের জন্য তৈরি করা হয়েছিল এই বাঁধ।  এলাকার বাসিন্দা আসাদুল মণ্ডল বলেন, “১৯৪২ সালে ইংরেজদের আমলে তৈরি হয়েছিল এই বাঁধ যা সাহেব বাঁধ বলেই পরিচিত।” এক সময় এই বাঁধের ওপর নির্ভর করত এলাকার মানুষজন। তবে আজ বদলেছে পরিস্থিতি। এখন মানুষ এখানে আসে এক টুকরো শান্তির খোঁজে। পশ্চিম মেদিনীপুরের গড়বেতা থানার মেদিনীপুর সদর থেকে খুব বেশি দূর নয়, আর তাই শীত নামতেই এই জায়গাটি হয়ে ওঠে ভ্রমণপিপাসু মানুষের সবচেয়ে প্রিয় ঠিকানা। চারদিকে শাল সেগুনের গভীর সবুজ জঙ্গল রয়েছে।

advertisement

মাঝখানে নরম রোদের নিচে চুপটি করে থাকা বিশাল ফাঁকা মাঠ। আর তারই একপাশে শান্ত, স্থির, নীলাভ জলের অপূর্ব দৃশ্য সব মিলিয়ে মন যেন অজান্তেই বিভোর হয়ে আসে।  প্রকৃতি আর মানুষের মিলেমিশে এক উৎসবের পরিবেশ তৈরি হয় যা শুধু দেখার নয়, অনুভব করার মত। শীতের ছুটিতে পরিবার নিয়ে কাছাকাছি কোথাও ঘুরতে যাওয়ার জায়গা খুঁজলে সাহেব বাঁধ যেন প্রথম সারিতেই উঠে আসে।

advertisement

View More

সেরা ভিডিও

আরও দেখুন
হুইল চেয়ারে ভর করেই উচ্চমাধ্যমিকে নজিরবিহীন রেজাল্ট, বিশ বছরের সফল শিক্ষিকা স্বরূপা
আরও দেখুন

ইতিহাস যাই হোক না কেন, সাহেব বাঁধের সাহেবিয়ানা আজও অনুভব করা যায় গড়বেতার জঙ্গলে ঘেরা এই জলাশয়ে।সারা বছর এই বাঁধের জল স্থানীয়রা চাষের কাজে লাগান । আর শীত এলে বনভোজনের সেরা ঠিকানায় পরিণত হয় এই জায়গাটি।

Click here to add News18 as your preferred news source on Google.
স্বাস্থ্য এবং লাইফস্টাইলের (Lifestyle News in Bengali)সব খবরের আপডেট পান নিউজ 18 বাংলাতে ৷ যেখানে থাকছে হেলথ টিপস, বিউটি টিপস এবং ফ্যাশন টিপসও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইনগুলি অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
বাংলা খবর/ খবর/লাইফস্টাইল/
Tourist Spot: ইংরেজ আমলের সাহেব বাঁধ এখন অফবিট ট্রাভেল স্পট, শীত নামতেই বাড়ছে পর্যটক সংখ্যা
Open in App
হোম
খবর
ফটো
লোকাল