TRENDING:

Harmful Toothpick: টুথপিক ব্যবহারের বদঅভ্যাস আছে? জানুন দাঁত ও মাড়ির কতটা ক্ষতি করছেন

Last Updated:

দাঁতের গঠনে, এমনকি, রুট ক্যানাল ট্রিটমেন্টেও ক্ষতিসাধন করতে পারে টুথপিকের খোঁচা (harmful sides of toothpick)

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
ওরাল হেল্থ বা মুখের ভিতরের স্বাস্থ্য শরীরের সার্বিক স্বাস্থ্যের মতোই গুরুত্বপূর্ণ (oral health)৷  আমাদের দাঁত ও মাড়ি থেকে অনেক সময়েই জীবাণু শরীরের ভিতরে প্রবেশ করে৷ ফলে বিঘ্নিত হয় সুস্থতা৷ দাঁত ও  মাড়িকে সুস্থ রাখার পিছনে টুথপিক বা দাঁতখড়কে খলনায়ক৷ টুথপিক ঠিকমতো ব্যবহার না করলে এর থেকে দাঁত ও মাড়ির ক্ষতিসাধন অবধারিত৷ টুথপিকের আঘাতে মাড়িতে সংক্রমণ হতে পারে৷ তাছাড়া দাঁতের গঠনে, এমনকি, রুট ক্যানাল ট্রিটমেন্টেও ক্ষতিসাধন করতে পারে টুথপিকের খোঁচা (harmful sides of toothpick)৷
advertisement

দাঁতের মাঝে ফাঁক-

টুথপিকে অতিরিক্ত ব্যবহারে দাঁতের মাঝে ফাঁক তৈরি হয়৷ এর ফলে চোয়ালে যন্ত্রণা দেখা দেয়৷ দাঁত বেশি ফাঁক হয়ে গেলে খাবারের অংশ আটকে যাওয়ার প্রবণতা বেড়ে যায় অনেকটাই৷

আরও পড়ুন : আপনার সন্তান গল্পের বই পড়ে না? আজ থেকেই ওর অভ্যাস তৈরি করুন এই ছোট ছোট ধাপে

advertisement

এনামেলের ক্ষতি-

টুথপিক দিয়ে দাঁত খোঁচানোর অভ্যাস থাকলে ক্ষতিগ্রস্ত হয় এনামেলের স্তর৷ ফলে ক্রমশই দুর্বল হয়ে পড়ে দাঁত৷

আরও পড়ুন : ওজন বেড়ে যাওয়ার উদ্বেগ ভুলেই আড্ডা জমান মুখরোচক এই জলখাবারগুলিতে

দাঁতের শিকড়ের ক্ষতি-

ঘন ঘন অনাবশ্যক টুথপিক ব্যবহার ক্ষতি করে দাঁতের শিকড়েরও৷  টুথপিক ব্যবহারের সময় যদি এর সামান্যতম অংশও মাড়ির সঙ্গে আটকে যায়, তাহলে ক্ষতি হতে পারে মাড়ির টিস্যুরও৷

advertisement

আরও পড়ুন : কালোই জগতের আলো, ত্বকের সমস্যা দূর করতে ভরসা চারকোলের কালিমাই

মাড়ি থেকে রক্ত পড়া-

অনেকেরই মাড়ি থেকে রক্ত পড়ার প্রবণতা থাকে৷ তাঁদের ক্ষেত্রে চিকিৎসকরা বিশেষভাবে টুথপিক ব্যবহার করতে নিষেধ করেন৷ কারণ এই সমস্যায় টুথপিক ব্যবহার করলে সমস্যা আরও জটিল হয়৷

সেরা ভিডিও

আরও দেখুন
পুরীর রথ এবার রঘুনাথপুরে, থিমে মন কাড়ছে আপার বেনিয়াসোলের দুর্গাপুজো মণ্ডপ
আরও দেখুন

টুথপিক বা দেশলাই দিয়ে দাঁত পরিষ্কার করতে সর্বতোভাব নিষেধ করেন চিকিৎসকরা৷ পরিবর্তে ব্যবহার করতে পারেন নিমের দাঁতন৷ নিমের দাঁতন দিয়ে দাঁত পরিষ্কার করার ফলে দাঁতের ফাঁকে আটকে থাকা খাবার বেরিয়ে যায়৷ নিমের অ্যান্টিব্যাকটেরিয়াল গুণ মুখের স্বাস্থ্য ভাল রাখে৷

advertisement

বাংলা খবর/ খবর/লাইফস্টাইল/
Harmful Toothpick: টুথপিক ব্যবহারের বদঅভ্যাস আছে? জানুন দাঁত ও মাড়ির কতটা ক্ষতি করছেন
Open in App
হোম
খবর
ফটো
লোকাল