TRENDING:

Toddlers’ Diet : আপনার সন্তানের বয়স ১ থেকে ৩ বছরের মধ্যে? তা হলে এই খাবারগুলি তাকে একদমই দেবেন না

Last Updated:

১ থেকে ৩ বছর বয়সি বাচ্চাদের খাবারের (Toddlers’ diet) বিষয়ে বিশেষ সতর্কতা বজায় রাখতে হয় ৷ তাদের বেড়ে ওঠার জন্য এই সময়পর্ব খুবই গুরুত্বপূর্ণ

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
১ থেকে ৩ বছর বয়সি বাচ্চাদের খাবারের  (Toddlers’ diet) বিষয়ে বিশেষ সতর্কতা বজায় রাখতে হয় ৷ তাদের বেড়ে ওঠার জন্য এই সময়পর্ব খুবই গুরুত্বপূর্ণ ৷ এ সময় তারা দুধ ছেড়ে শক্ত খাবারে ধীরে ধীরে অভ্যস্ত হয়ে ওঠে ৷ কিন্তু সব রকম খাবার তাদের দেওয়াও যায় না ৷ ফলে মায়েদের চিন্তা বাড়তেই থাকে ৷ আপনার শিশুর বয়স যদি ১ থেকে ৩ বছরের মধ্যে হয়, তবে কিছু খাবার তাকে একদমই দেবেন না ৷ এই খাবারগুলিতে হজমের সমস্যা দেখা দিতে পারে ৷ তাছাড়া শিশুর গিলতেও অসুবিধে হয় ৷
advertisement

তিন বছর বয়স পর্যন্ত বাচ্চাকে বাদাম (Nuts) দেবেন না ৷ এ সময় তাদের দাঁতের গঠন সুগঠিত হয় না ৷ তাই তাদের বাদাম চিবোতে অসুবিধে হয় ৷ ফলে গিলে খাওয়ার সময়েও বিপদ দেখা দিতে পারে ৷

বেশি মশলাদার (Spicy food) খাবার কিন্তু বেশ ক্ষতিকারক শিশুর জন্য ৷ লঙ্কা-সহ মশলা দেওয়া খাবার সন্তানের বদহজমের কারণ হতে পারে ৷ শিশুকে বড় হওয়ার সঙ্গে সঙ্গে ধীরে ধীরে মশলার স্বাদ দিতে বলা হয় ৷ যাতে তার দেহে অ্যান্টিঅক্সিড্যান্ট তৈরি হয় ৷ কিন্তু সেটা শুরু করতে হবে ক্রমশই ৷ এক ধাক্কায় নয় ৷ শিশু সন্তানের খাবারে তেলও দেবেন না বেশি ৷ যত টুকু না দিলেই, তত টুকু দিয়ে রাঁধবেন ৷

advertisement

আরও পড়ুন : নিয়ন্ত্রিত মধুমেহ? বাড়তি ওজনহ্রাস? ভরসা রাখুন এক এবং অদ্বিতীয় পানপাতায়

গাজর এবং আঙুর দিতে হলে বেশি মিহি করে খেতে দেবেন ৷ গাজর সিদ্ধ করেও দিতে পারেন ৷ সব সময় দেখবেন শিশুর যাতে চিবোতে, গিলতে এবং হজম করতে সুবিধে হয় ৷

আরও পড়ুন : দুধ ও চিনি নৈব নৈব চ, এই চা পরিবেশিত হয় বিরিয়ানির পরে

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
লালগোলাতে রাজরাজেশ্বরী রূপে পূজিতা হন মা কালী! দেওয়া হয় ইলিশের ভোগ
আরও দেখুন

চুইং গাম এবং বিভিন্ন ধরনের ক্যান্ডির প্রতি শিশুর টান অদম্য ৷ তিন বছর বয়স পর্যন্ত এগুলি না দেওয়াই ভাল ৷ এর ফলে দাঁতের গঠন ভাল থাকবে ৷ তা ছাড়া শিশুর অভ্যাসও তৈরি হয়ে যাবে এগুলি থেকে দূরে থাকার ৷ এই একই কারণের জন্য শিশুসন্তানকে দেবেন না কোনও রকমের সফ্ট ড্রিঙ্কও ৷

advertisement

বাংলা খবর/ খবর/লাইফস্টাইল/
Toddlers’ Diet : আপনার সন্তানের বয়স ১ থেকে ৩ বছরের মধ্যে? তা হলে এই খাবারগুলি তাকে একদমই দেবেন না
Open in App
হোম
খবর
ফটো
লোকাল