TRENDING:

দিওয়ালি পার্টির পরের দিন সকালে হ্যাং ওভার? এই ঘরোয়া টোটকাতেই দূর হবে আচ্ছন্নভাব

Last Updated:

Hangover Remedies : পার্টিতে হুল্লোড় করলেও সমস্যা দেখা দেয় পরের দিন ঘুম ভেঙে উঠে কাজে যোগ দিতে ৷ রইল বেশ কিছু ঘরোয়া টোটকা, যেগুলির সাহায্যে আপনি হ্যাংওভারের ঘোর থেকে বেরিয়ে আসতে পারবেন৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
পার্বণে পার্টি এখন বঙ্গজীবনের অঙ্গ৷ শুধু শীতের বড়দিন নয়৷ এখন সারা বছরই পার্টি হয় নানা উপলক্ষে৷ পার্টিতে হুল্লোড় করলেও সমস্যা দেখা দেয় পরের দিন ঘুম ভেঙে উঠে কাজে যোগ দিতে৷ কারণ দীর্ঘ ক্ষণ ঘিরে থাকে হ্যাং ওভারের আচ্ছন্নভাব৷ সঙ্গী হয় ডিহাইড্রেশন, ক্লান্তি, বমি বমি ভাব এবং পেশিতে যন্ত্রণা৷ রইল বেশ কিছু ঘরোয়া টোটকা, যেগুলির সাহায্যে আপনি হ্যাংওভারের ঘোর থেকে বেরিয়ে আসতে পারবেন৷
advertisement

হ্যাংওভার কাটনোর প্রথম ও প্রাথমিক শর্ত হল প্রচুর জলপান করা৷ তা হলে শরীর সতেজ থাকবে৷ মদ্যপান করার সময়েও জলপান করতে ভুলবেন না৷ কারণ অ্যালকোহলের প্রভাবে শরীর শুকিয়ে গিয়ে ডিহাইড্রেশন হয়৷ মদ্যপানের জেরে বেড়ে যায় মূত্রত্যাগে পরিমাণও৷ ফলে শরীর ফ্লুইডশূন্য হয়ে যেতে পারে৷ তাই মদ্যপান করলে বেশি জল খেতে ভুলবেন না৷

advertisement

আরও পড়ুন - ভাই মাছ ভালবাসেন? ফোঁটায় রাঁধুন দুধ মাছ, খেয়ে মন খুশি হবে, পেটেও চাপ পড়বে না

হ্যাংওভারের কারণে বিরক্ত লাগলেও পরের দিন সকালে সময়মতো প্রাতরাশ সারতে হবে৷ তা হলে শরীরে শর্করার মাত্রা ঠিক থাকবে৷ পাশাপাশি প্রোটিন, স্নেহজাতীয় পদার্থ এবং ভিটামিনের যোগানও বজায় থাকে৷

advertisement

হ্যাংওভার কাটতে পর দিন সকালে পান করতে পারেন জিঞ্জার টি বা আদা চা৷ কারণ অ্যালকোহলের প্রভাবে পেটের গণ্ডগোল দেখা দিতে পারে৷ সেক্ষেত্রে আদা চা উপশমকারী৷ আদার সঙ্গে চায়ে দিতে পারেন মধুও৷ তাহলে আপনার শরীরে থাকা অ্যালকোহল দূর করতে সাহায্য করবে এই উপাদান৷ যদি আদা চা খাওয়া না হয়, আপনি মুখে রাখতে পারেন এক খণ্ড আদাও৷

advertisement

জলের সঙ্গে শরীরে যাতে নুন ও চিনির ভারসাম্য ঠিক থাকে, খেয়াল রাখতে হবে সেদিকেও৷ তার জন্য পান করুন এক পেয়ালা নারকেলের জল৷ বলা হয়, বেশিরভাগ স্পোর্টস ড্রিঙ্কের তুলনায় নারকেলের জলে ইলেকট্রোলাইটস বেশি৷ ফলে পেটের সমস্যা থেকে মুক্তি পাবেন দ্রুত৷

সেরা ভিডিও

আরও দেখুন
চা বিক্রির টাকায় তিন বছরে ৬৯ হাজার কয়েন! মেয়ের জন্য স্কুটি কিনে চমকে দিলেন বাবা
আরও দেখুন

অ্যালকোহল পানের ফলে শরীর থেকে বেশ কিছুটা খনিজ এবং ইলেকট্রোলাইট বেরিয়ে যায়৷ তাই হ্যাংওভার দূর করতে এবং সেই খনিজ ও ইলেকট্রোলাইটসের অভাব মেটাতে কলা খেয়ে নিন৷ তা হলে ব্যাহত হবে না পটাশিয়ামের মাত্রাও৷

advertisement

বাংলা খবর/ খবর/লাইফস্টাইল/
দিওয়ালি পার্টির পরের দিন সকালে হ্যাং ওভার? এই ঘরোয়া টোটকাতেই দূর হবে আচ্ছন্নভাব
Open in App
হোম
খবর
ফটো
লোকাল