TRENDING:

Durga Puja Fashion 2023: পুজোর সাজে ভারী ঝোলা দুল পরে কানে ব্যথা? যত্ন নিন এভাবে

Last Updated:

Durga Puja Fashion 2023: একটানা বেশ ক’দিন ভারী ঝোলা দুল পরলে কানের লতিতে অন্যান্য সমস্যাও দেখা দিতে পারে।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
পুজোর সময় বেশিরভাগ মহিলাই কমবেশি সাজেন। জমকালো সাজের অঙ্গ কানে ভারী দুল। শারদ সাজে শাড়ি বা সালোয়ার কামিজের সঙ্গে ভারী, ঝোলা দুল বেশ ভালই লাগে দেখতে। কিন্তু অনেকেরই ভারী দুল পরলে কানের লতিতে ব্যথা হয়। তাছাড়া একটানা বেশ ক’দিন ভারী ঝোলা দুল পরলে কানের লতিতে অন্যান্য সমস্যাও দেখা দিতে পারে। পুজোর পর কানের লতির যত্ন নিন এভাবে-
advertisement

# পুজোর পর কানের লতিকে বিশ্রাম দিন। পারলে কিছু দিন ভারী ঝোলা দুল পরবেন না

# কানে দুল পরার যে অংশ সেটি ভাল করে পরিষ্কার করবেন। না হলে কিন্তু ঘাম, ময়লা জমে দুর্গন্ধ তৈরি হতে পারে।

# ঝোলা দুল পরার আগে কানের লতিতে ভাল করে ময়শ্চারাইজার মালিশ করুন ভাল করে

advertisement

# তার পর কানে হাত দেবেন না। কিছু ক্ষণ অপেক্ষা করে ময়শ্চারাইজার শুকিয়ে এলে দুল পরে নিন।

# ওষুধের দোকানে আ‍ঞ্চলিক অংশ সাময়িকভাবে অবশ করার ক্রিম পাওয়া যায়। সেটি ব্যবহার করতে পারেন।

# কানের দুল লতির সঙ্গে ধরে রাখার জন্য সব সময় প্লাস্টিক বা রাবারের তৈরি প্যাঁচ ব্যবহার করুন। দুলের ধাতব প্যাঁচ এড়িয়ে চলুন।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
লালগোলাতে রাজরাজেশ্বরী রূপে পূজিতা হন মা কালী! দেওয়া হয় ইলিশের ভোগ
আরও দেখুন

যদি দুল পরে সংক্রমণ বা ব্যথা না সারে ঘরোয়া টোটকায়, অবশ্যই ডাক্তারের পরামর্শ নিন।

বাংলা খবর/ খবর/লাইফস্টাইল/
Durga Puja Fashion 2023: পুজোর সাজে ভারী ঝোলা দুল পরে কানে ব্যথা? যত্ন নিন এভাবে
Open in App
হোম
খবর
ফটো
লোকাল