TRENDING:

Pimple Free Summer: সামান্য কিছু নিয়ম মানুন, সারা গরমে থাকুন ব্রণমুক্ত

Last Updated:

স্বাস্থ্যকর নিয়ম (Healthy Rules) মেনে চললে ব্রণকে সারা বছরই দূরে সরিয়ে রাখতে পারবেন ৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
কিছু স্বাস্থ্যকর নিয়ম (Healthy Rules) মেনে চললে ব্রণকে সারা বছরই দূরে সরিয়ে রাখতে পারবেন ৷ ব্রণ কমাতে হলে (Pimple Free Skin) সবার আগে তৈলাক্ত খাবার ও ভাজাভুজিকে (Oily Food) ‘না’ বলুন ৷ পকোড়া, ফ্রেঞ্চ ফ্রাই, শিঙাড়া, কচুরি—যতই প্রিয় হোক, ভুলে থাকুন ৷ কারণ অতিরিক্তি তেল কোলেস্টেরল মাত্রা বাড়িয়ে রক্ত সংবহনে বাধা দেয় ৷ ফলে ত্বকে ব্রণ ফুটে ওঠে ৷
টি ব্যাগ ট্যান দূর করতে সাহায্য করে৷ টি ব্যাগ ঠান্ডা করে ত্বকের ট্যান পড়া অংশে প্রয়োগ করুন৷
টি ব্যাগ ট্যান দূর করতে সাহায্য করে৷ টি ব্যাগ ঠান্ডা করে ত্বকের ট্যান পড়া অংশে প্রয়োগ করুন৷
advertisement

এ ছাড়াও খেয়াল রাখুন-

# কুমড়োর দানা, অয়েস্টার, কিডনি বিনস-এর মতো খাবার জিঙ্ক সমৃদ্ধ ৷ এই খাবারগুলি ডায়েটে বেশি করে রাখলেও ব্রণ ও অ্যাকনের কারণ যে জীবাণু, সেগুলি দুর্বল হবে ৷

# দুধ ও দুগ্ধজাত খাবার বেশি খেলেও ব্রণর সমস্যা দেখা দেয় ৷ কিন্তু ক্যালসিয়ামের ঘাটতি রোধ করতে দুধ সম্পূর্ণ বর্জন করা যাবে না ৷ তাই ডায়েটে দুধ রাখুন পরিমিত পরিমাণে ৷

advertisement

আরও পড়ুন : লিপস্টিক থেকেও ঠোঁটের মারাত্মক সর্বনাশ হতে পারে! বিপদ এড়াতে কেনার আগে নজর দেবেন যেখানে

# ফ্ল্যাক্স সিড, তাজা মাছের মতো খাবার খুব বেশি করে রাখুন আপনার ডায়েটে ৷ এই খাবারগুলির ওমেগা থ্রি আপনার ত্বককে ভাল রাখবে ৷ তা ছাড়া শরীরের জন্যও উপকারী ওমেগা থ্রি ৷

advertisement

# অতিরিক্ত নুন খেলেও কিন্তু বাড়তে পারে ব্রণর সংক্রমণ ৷ কারণ নুনে থাকা আয়োডিন বাড়িয়ে দেয় ব্রণর তীব্রতা ৷ তাই নুন ও নোনতা খাবার কম খান ৷

আরও পড়ুন : ঘরোয়া উপকরণের স্পর্শেই চোখের পাতা করে তুলুন ঘন ও কালো

# কর্ন সিরাপ, চিনি, ময়দা, রিফাইন্ড দানাশস্য, সস, কেচাপ, সোডা, স্পোর্টস ড্রিঙ্ক, জুস, প্রক্রিয়াজাত মাংসে প্রচুর চিনি লুকিয়ে থাকে ৷ তাই খাওয়া যাবে না এগুলিও ৷ কারণ এই খাবারগুলির উচ্চ গ্লাইসেমিক সূচক অ্যাকনের কারণ হতে পারে ৷

advertisement

আরও পড়ুন : চুলে স্পা করানোর আগে এ গুলি মনে রাখুন, নইলে কিন্তু হিতে বিপরীত

সেরা ভিডিও

আরও দেখুন
লালগোলাতে রাজরাজেশ্বরী রূপে পূজিতা হন মা কালী! দেওয়া হয় ইলিশের ভোগ
আরও দেখুন

# চিপস, কোল্ড ড্রিঙ্কস-সহ বিভিন্ন প্রোসেসড ফুডও অ্যাকনের কারণ ৷ তাই লোভনীয় হলেও, মুখ ফিরিয়ে থাকতে হবে এই ধরনের খাবার থেকেও ৷ যদি উজ্জ্বল ত্বক একান্তই কাম্য হয় ৷

বাংলা খবর/ খবর/লাইফস্টাইল/
Pimple Free Summer: সামান্য কিছু নিয়ম মানুন, সারা গরমে থাকুন ব্রণমুক্ত
Open in App
হোম
খবর
ফটো
লোকাল