TRENDING:

পুজোয় কালো পোশাকে বাজিমাত করতে এভাবে মেকআপ করুন, সবাই ঘুরে ঘুরে দেখবে

Last Updated:

Durga Puja 2022 Fashion : এবার পুজোয় বরং বেছে নেওয়া যাক কালো রঙ-ই। সেটাই আলো ছড়াবে চারদিকে।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
‘মেঘ কালো আঁধার কালো/ আর কলঙ্ক যে কালো/ যে কালিতে বিনোদিনী হারালো তার কুল/ তার চেয়েও কালো কন্যা তোমার মাথার চুল’। শুধু মাথার চুল কেন, কালো পোশাক, কালো মেকআপও তো হতে পারে। চরম সাহসী লুক। যাকে বলে ডেয়ারডেভিল। এবার পুজোয় বরং বেছে নেওয়া যাক কালো রঙ-ই। সেটাই আলো ছড়াবে চারদিকে।
রূপ বিশেষজ্ঞরা বলেন, লালের পর মহিলাদের সবচেয়ে পছন্দের রঙ নাকি কালো
রূপ বিশেষজ্ঞরা বলেন, লালের পর মহিলাদের সবচেয়ে পছন্দের রঙ নাকি কালো
advertisement

রূপ বিশেষজ্ঞরা বলেন, লালের পর মহিলাদের সবচেয়ে পছন্দের রঙ নাকি কালো! কিন্তু শুধু কালো পোশাক পরলেই তো হবে না। তার সঙ্গে মানানসই মেকআপও করতে হবে। আর দুটো যদি মিলে যায় তাহলে আর দেখতে হবে না। হার মানাবে রঙিন পোশাককেও। এখানে কালো পোশাকের সঙ্গে মানানসই মেকআপের কিছু টিপস দেওয়া হল। এবারের পুজোয় আলো খেলুক কালোতেই।

advertisement

কালো পোশাকের সঙ্গে চোখের মেকআপ: সাহসী লুক চাইলে স্মোকি আই মেকআপই আদর্শ। এর জন্য কালো রঙের থেকে ভালো আর কিছু হয় না। তবে মেকআপ করায় অভিজ্ঞ না হলে কালো রঙ এড়িয়ে যাওয়াই ভালো। না হলে উল্টো ছিরি হতে পারে। বদলে বাদামি রঙ ব্যবহার করা যায়। এতে ভুল হওয়ার সম্ভাবনাও কম। আর হ্যাঁ, স্মোকি আই মেকআপের জন্য কালো রঙের কাজল পেনসিলই ব্যবহার করতে হবে। পাকা হাত হলে জেল লাইনারও ব্যবহার করা যায়। এর সঙ্গে ঠোঁটে থাকুক ন্যুড লিপস্টিক। এটাই মানাবে ভাল।

advertisement

আরও পড়ুন : প্রযোজক হিসেবে দেব কেমন, নিজের অভিজ্ঞতা জানালেন প্রসেনজিৎ

কালো পোশাকের সঙ্গে বোল্ড মেকআপ: চোখ এবং ঠোঁটে বোল্ড মেকআপ চাইলে গাঢ় রঙের আই মেকআপের সঙ্গে ঠোঁটে রুবির মতো লাল রঙ। একেবারে জমে যাবে। চোখে কালোর বদলে বাদামি রঙও ব্যবহার করা যায়। মেকআপ হাইলাইট করতে ব্যবহার করা যায় শিমার আইশ্যাডো। তবে হ্যাঁ, ব্রাশ বা অন্য কিছু নয়, আঙুল দিয়ে শিমার আইশ্যাডো লাগানোই সবচেয়ে ভাল।

advertisement

আরও পড়ুন :  বাবা মা অহরহ ঝগড়া করলে বিষিয়ে যায় সন্তানের মন ও ভবিষ্যৎ

সেরা ভিডিও

আরও দেখুন
ফাঁকা জায়গার লাগবে না, আমবাগানেই হচ্ছে কুইন্টাল কুইন্টাল ফলন! বিনা ব্যয়ে লাভ পাচ্ছেন চাষি
আরও দেখুন

কালো পোশাকের সঙ্গে ন্যুড মেকআপ: হালকা মেকআপ করতে চাইলে ন্যুড মেকআপ লুকই বেস্ট। স্বচ্ছন্দ হলে নো মেকআপ লুকও কিন্তু ফাটাফাটি। এ ক্ষেত্রে ঠোঁট এবং চোখে বেইজ রঙ ব্যবহার করতে হবে। ন্যুড মেকআপের জন্য বাদামি রঙও ভালো। মাথায় রাখতে হবে, ত্বকের টোন অনুযায়ী রঙ বাছাই করা উচিত। না হলে পুরো সাজটাই মাটি হতে পারে।

advertisement

বাংলা খবর/ খবর/লাইফস্টাইল/
পুজোয় কালো পোশাকে বাজিমাত করতে এভাবে মেকআপ করুন, সবাই ঘুরে ঘুরে দেখবে
Open in App
হোম
খবর
ফটো
লোকাল