রূপ বিশেষজ্ঞরা বলেন, লালের পর মহিলাদের সবচেয়ে পছন্দের রঙ নাকি কালো! কিন্তু শুধু কালো পোশাক পরলেই তো হবে না। তার সঙ্গে মানানসই মেকআপও করতে হবে। আর দুটো যদি মিলে যায় তাহলে আর দেখতে হবে না। হার মানাবে রঙিন পোশাককেও। এখানে কালো পোশাকের সঙ্গে মানানসই মেকআপের কিছু টিপস দেওয়া হল। এবারের পুজোয় আলো খেলুক কালোতেই।
advertisement
কালো পোশাকের সঙ্গে চোখের মেকআপ: সাহসী লুক চাইলে স্মোকি আই মেকআপই আদর্শ। এর জন্য কালো রঙের থেকে ভালো আর কিছু হয় না। তবে মেকআপ করায় অভিজ্ঞ না হলে কালো রঙ এড়িয়ে যাওয়াই ভালো। না হলে উল্টো ছিরি হতে পারে। বদলে বাদামি রঙ ব্যবহার করা যায়। এতে ভুল হওয়ার সম্ভাবনাও কম। আর হ্যাঁ, স্মোকি আই মেকআপের জন্য কালো রঙের কাজল পেনসিলই ব্যবহার করতে হবে। পাকা হাত হলে জেল লাইনারও ব্যবহার করা যায়। এর সঙ্গে ঠোঁটে থাকুক ন্যুড লিপস্টিক। এটাই মানাবে ভাল।
আরও পড়ুন : প্রযোজক হিসেবে দেব কেমন, নিজের অভিজ্ঞতা জানালেন প্রসেনজিৎ
কালো পোশাকের সঙ্গে বোল্ড মেকআপ: চোখ এবং ঠোঁটে বোল্ড মেকআপ চাইলে গাঢ় রঙের আই মেকআপের সঙ্গে ঠোঁটে রুবির মতো লাল রঙ। একেবারে জমে যাবে। চোখে কালোর বদলে বাদামি রঙও ব্যবহার করা যায়। মেকআপ হাইলাইট করতে ব্যবহার করা যায় শিমার আইশ্যাডো। তবে হ্যাঁ, ব্রাশ বা অন্য কিছু নয়, আঙুল দিয়ে শিমার আইশ্যাডো লাগানোই সবচেয়ে ভাল।
আরও পড়ুন : বাবা মা অহরহ ঝগড়া করলে বিষিয়ে যায় সন্তানের মন ও ভবিষ্যৎ
কালো পোশাকের সঙ্গে ন্যুড মেকআপ: হালকা মেকআপ করতে চাইলে ন্যুড মেকআপ লুকই বেস্ট। স্বচ্ছন্দ হলে নো মেকআপ লুকও কিন্তু ফাটাফাটি। এ ক্ষেত্রে ঠোঁট এবং চোখে বেইজ রঙ ব্যবহার করতে হবে। ন্যুড মেকআপের জন্য বাদামি রঙও ভালো। মাথায় রাখতে হবে, ত্বকের টোন অনুযায়ী রঙ বাছাই করা উচিত। না হলে পুরো সাজটাই মাটি হতে পারে।