তাই কয়েকটা তেলের কথা চট করে জেনে নেওয়া যাক। আজ থেকেই লাগাতে শুরু করলে দাড়ি নরম হবে, চকচকে হবে, আর গালভরাও হবে। পুজোয় নজর কাড়বে আপনার পৌরুষের দীপ্তি।
আমন্ড অয়েল
বাদাম তেলে খুব তাড়াতাড়ি চুল বাড়ে, চটচটেও নয়, অতএব হাতে তুলে নেওয়াই যায়।
ক্যাস্টর অয়েল
যদি কোনও ইনফেকশনের সমস্যার জন্য দাড়ির বৃদ্ধি আটকে থাকে, সেরা কাজ দেবে ক্যাস্টর অয়েল।
advertisement
নারকেল তেল
হালে তেমন পাত্তা পায় না ঠিকই, তবে কয়েক ফোঁটা নারকেল তেল রোজ রাতে ঘুমোতে যাওয়ার আগে হালকা করে মাসাজ করলেই কিন্তু গাল ভরে উঠবে ঝাঁকড়া দাড়িতে।
আরও পড়ুন : ভাদ্রের এই ভ্যাপসা গরমে বেশি করে পাতিলেবু খান, পুজোয় কব্জি ডুবিয়ে ভুরিভোজের আগে সুস্থ থাকুন
অলিভ অয়েল
একটু দামি, তবে ওমেগা-৩ ফ্যাটি অ্যাসিড আর অন্য পুষ্টিগুণের জন্য চুল-দাড়ির বৃদ্ধিতে এ যেন অপরিহার্য।
ল্যাভেন্ডার অয়েল
এটাও দামি, সুগন্ধির জন্য। তবে চুল-দাড়ি পড়া রোধ করে তার বাড়বাড়ন্ত ফিরিয়ে আনতে হলে এটাই কিন্তু সেরা।
ইলাং ইলাং অয়েল
দাড়ি শুধু বাড়ালেই হবে না, তার কন্ডিশনিংও করতে হবে নিয়ম করে। ইলাং ইলাং অয়েল বেছে নিলে দুই কাজ আপসে হয়ে যাবে। কেন না, এই তেল তার কন্ডিশনিং গুণের জন্য দুনিয়া জুড়ে বিখ্যাত।
রোজমেরি অয়েল
বেশ ঘন দাড়ি চাই? তাহলে তো রোজমেরি এসেনশিয়াল অয়েল ছাড়া গতি নেই, দেতে না দেখতে এটা গাল দাড়িতে ভরিয়ে দেবে।
আরও পড়ুন : কী ভাবে যৌন সঙ্গম হয়ে ওঠে সবথেকে মনোরম ও উপভোগ্য, জানুন আয়ুর্বেদের মত
সেডারউড অয়েল
এই এসেনসিয়াল অয়েলও এক ঢিলে দুই পাখি মারে- দাড়ির বৃদ্দইতে সাহায্য করে, চুল-দাড়ি পড়াও রোধ করে। এবার বাকিটা শুধু স্টাইলিং, তাই না?
টি ট্রি এয়েল
একই সঙ্গে এই এসেনসিয়াল অয়েল ব্যাকটেরিয়া মারে, ফোলাভাব কমায়। মানে দাড়ির ভিতরে ফোঁড়া হওয়ার কোনও প্রশ্নই উঠছে না। সঙ্গে বাড়ও হবে দেখার মতো। আর কী চাই!