TRENDING:

Beard Dandruff : শীতে খুসকি হয় দাড়িতেও, জেনে নিন রেহাইয়ের পথ

Last Updated:

অনেক পুরুষকেই ভুগতে হয় দাড়ির খুসকিতেও! দাড়ির খুসকি বা ‘বিয়ার্ড ড্যানড্রাফ’ (Beard Dandruff) আদতে শুকনো, গুঁড়ো গুঁড়ো অংশ

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
শীতে খুসকির সমস্যায় নাজেহাল হন অনেকেই৷ খুসকি বলতে আমরা সাধারণত বুঝি মাথার চুলের সমস্যাকেই (dandruff problem in winter)৷ কিন্তু অনেক পুরুষকেই ভুগতে হয় দাড়ির খুসকিতেও! দাড়ির খুসকি বা ‘বিয়ার্ড ড্যানড্রাফ’ (Beard Dandruff) আদতে শুকনো, গুঁড়ো গুঁড়ো অংশ৷ এর থেকে চুলকানির সমস্যাও হয়৷
advertisement

ত্বক বিশেষজ্ঞ মাধুরী আগরওয়াল এই নিয়ে পোস্ট করেছেন ইনস্টাগ্রামে৷ জানিয়েছেন সমস্যার মূল কথা৷ তাঁর কথায়, অস্বাস্থ্যকর জীবনযাপন এবং ক্ষতিকর প্রসাধনী ব্যবহার এর অন্যতম কারণ৷ বিশেষজ্ঞদের মতে, দাড়ির খুসকির জন্যে দায়ী ‘ম্যালাসেজিয়া’ ঈস্ট৷ কী করে এই সমস্যা থেকে মুক্তি পাবেন, তার জন্য রইল কিছু টিপস-

# মাথার চুলের মতো দাড়িতেও বেশি ঠান্ডা জল দেবেন না৷ অতিরিক্ত গরম বা ঠান্ডা জল ত্বকে দিলে ত্বক থেকে স্বাভাবিক তেল হারিয়ে যায়৷ ফলে ত্বক ডিহাইড্রেটেড হয়ে যায়৷ ঈষদুষ্ণ জল দিয়েই মুখ ধোওয়া উচিত৷

advertisement

# নিয়মিত এক্সফোলিয়েট বা স্ক্রাবিং করুন৷ স্নানে যাওয়ার আগে ব্রাশ দিয়ে আলতো স্পর্শে বৃত্তাকারভাবে মালিশ করুন৷ এর ফলে দাড়িতে খুসকির সমস্যা কমবে৷

আরও পড়ুন : ত্বকের যে কোনও সমস্যা সেরে যায় চন্দনের স্পর্শে

# যে ক্লেঞ্জার আপনি ব্যবহার করছেন, তার পি-এইচ মাত্রার ব্যালেন্স ঠিক আছে কি না দেখুন৷ এতে ত্বকের হাইড্রেশন মাত্রা বজায় থাকবে৷ এর ফলে আপনার মুখের ত্বক নরম ও মসৃণ থাকে৷

advertisement

আরও পড়ুন : শিল্পা শেট্টীর চিরতরুণ ত্বক ও রূপের রহস্য লুকিয়ে এই পরিচিত ফলেই

# বাজারচলতি অ্যান্টি ড্যানড্রাফ শ্যাম্পু বা সাবান দাড়িতে ব্যবহার করবেন না৷ এর ফলে আপনার দাড়ি আরও বেশি শুকনো হয়ে পড়বে৷ তাই দাড়ি পরিষ্কার রাখতে ভরসা রাখুন ফেস ওয়াশেই৷

আরও পড়ুন : শেভ করার পরে ত্বকে জ্বালার অনুভূতি? জেনে নিন কী ভাবে মোকাবিলা করবেন সমস্যার সঙ্গে

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
লালগোলাতে রাজরাজেশ্বরী রূপে পূজিতা হন মা কালী! দেওয়া হয় ইলিশের ভোগ
আরও দেখুন

# ত্বক বিশেষজ্ঞের মত, দাড়িকে মোলায়েম রাখার জন্য লোশন ব্যবহার করুন৷ ক্রিম ব্যবহার করবেন না৷ কারণ ক্রিমের তুলনায় লোশনের ঘনত্ব কম৷ সারা দিনে ২-৩ বার ময়শ্চারাইজিং করলে মুক্তি পাওয়া যাবে দাড়িতে খুসকির সমস্যা থেকে৷

বাংলা খবর/ খবর/লাইফস্টাইল/
Beard Dandruff : শীতে খুসকি হয় দাড়িতেও, জেনে নিন রেহাইয়ের পথ
Open in App
হোম
খবর
ফটো
লোকাল