বংশগত কারণ, অতিবেগুনিরশ্মি, অতিরিক্ত স্ট্রেস, লাইফস্টাইলগত সমস্যা-সহ নানা কারণে চোখের কোলের চামড়া কুঞ্চিত হয়ে যায়৷ কিন্তু প্রত্যেক সমস্যারই সমাধান থাকে৷ বয়স যতই হোক না কেন, যে কোনও ভাল জিনিসই যে কোনও সময় শুরু হতে পারে৷ শুধু চোখের নয়, যত্ন নিন চোখের কোলের ত্বকেরও৷
আরও পড়ুন : মহাশিবরাত্রিতে উপবাস করবেন তো? এই নিয়মগুলি অবশ্যই মানুন
advertisement
ময়শ্চারাইজার-
ত্বক ভাল রাখার জন্য হাইড্রেশনের কোনও জুড়ি নেই৷ তবে ত্বকের হাইড্রেশন হল ময়শ্চারাইজিং৷ শরীরের জন্য যেমন জল, ত্বকের জন্য দরকার ময়্শ্চারাইজার৷ স্কিনটাইপ বুঝে আই ক্রিম বেছে নিন৷ জেলবেসড ক্রিম লাগান৷ যাতে চোখ তার দরকারি সুদিং এফেক্ট পায়৷
আরও পড়ুন : এখন থেকেই বেল খাওয়া শুরু করুন, সমস্যামুক্ত থাকবেন বছরভর
সূক্ষ্ম দাগ দূর-
চোখের নীচের ত্বকে সূক্ষ্ম দাগ পড়ে গেলে সেখানে চিকিৎসকের পরামর্শমতো রেটিনয়েড ও রেটিনল সমৃদ্ধ উপকরণ লাগান৷ এছাড়াও দিন ভিটামিন এ আছে, এমন জিনিস৷
আরও পড়ুন : শিবরাত্রির দীর্ঘ উপবাস ভঙ্গ করতে কেন সাবুমাখা খাবেন? জানুন সাবুর অশেষ গুণ
ডার্ক সার্কল-
হাইপারপিগমেন্টেশনের ফলে যে ডার্ক সার্কল হয়, সেটা দূর করতে আর্বুটিন, হাইড্রোকিনোন, কোজিক অ্যাসিড, ভিটামিন সি, অ্যাজেলেইক অ্যাসিডের মতো উপকরণ প্রয়োজনীয়৷ চোখের নীচে ফোলাভাব কমাতে ব্যবহার করুন ক্যাফেইন, গ্রিন টি, কফিবেরি পলিফেনল এবং পলিফেনল৷দূষণ ও অতিবেগুনি রশ্মির জন্য চোখের যে ক্ষতি হয়, সেটা দূর করতে ভিটামিন সি, ভিটামিন ই, গ্রিন টি এবং ভিটামিন বি থ্রি প্রয়োজনীয়৷
সানস্ক্রিন-
অকালবার্ধক্য ত্বরান্বিত করতে অতিবেগুনি রশ্মি খলনায়ক৷ এর ফলে চোখের নীচে কালি পড়ে যায়৷ এসপিএফ বেশি, এমন সানস্ক্রিন সব সময় ব্যবহার করুন৷
রাসায়নিক থেকে দূরে-
প্রসাধনী বাছুন সতর্ক হয়ে৷ কেনার আগে উপকরণ দেখে নিন ভাল করে৷ অ্যালকোহল বেসড উপকরণ থেকে দূরে থাকুন৷