বিশেষত সোশ্যাল মিডিয়ার যুগে এমন ভিজ্যুয়াল কনটেন্ট মানুষের আকর্ষণকে যেন আরও দ্বিগুণ করে তুলেছে। ঠিক কী আছে উল্টো বাড়ির ভেতরে! ভেতরে ঢুকলেই চোখে পড়বে, ড্রয়িং রুমে উল্টো ঝোলানো সোফা, ছাদ থেকে উল্টো ঝোলানো খাট, ফ্যান, দেয়ালে ঘড়ি, আলনা সহ রান্নাঘরের সামগ্রী থেকে বাদ যায়নি বাথরুমও। রান্নাঘরেও বাসনপত্র, ফ্রিজ, টেবিল-চেয়ার সবই এখানে উল্টো। এখানে আসলে মনে হবে যেন পৃথিবীর মাধ্যাকর্ষণ শক্তির বাইরে চলে এসেছেন। এমন উল্টো বাড়ি তাই এখন বহু ফটোগ্রাফি প্রেমীদের জন্য আদর্শ ঠিকানা হয়ে উঠেছে।
advertisement
আরও পড়ুনঃ দমদম-বিধাননগর-মধ্যমগ্রাম-বিরাটিতে ভাঙা পড়বে একাধিক বহুতল! AAI-এর নোটিশ পুরসভাকে, ব্যাপক চাঞ্চল্য
এমন উল্টো বাড়ি যার মস্তিষ্ক প্রসূত সেই তনুশ্রী কুন্ডু জানালেন, মালয়েশিয়ার মালাক্কার একটি জায়গায় ঘুরতে গিয়ে এমন উল্টো বাড়ি দেখে, কলকাতায় এমন একটা তৈরি করার চিন্তা মাথায় আসে। কিছুটা বাস্তব জগৎ থেকে বেরিয়ে, কাল্পনিক জগতে পা রাখতে পারবেন এখানে আসলে। আপনার বাড়িটা যদি উল্টো হয়ে যেত তবে কেমন হতো! এখানে আসলে সেই অনুভূতি দেবে।
সোম থেকে শুক্রবার মাত্র ২০০ টাকা করে প্রবেশ মূল্য। তবে ছুটির দিনে ২৪০ টাকা করে জনপ্রতি নেওয়া হয়। ছোট থেকে বড় সকল বয়সের দর্শকরাও এমন উল্টো বাড়িতে এসে চুটিয়ে উপভোগ করছেন। যা নিঃসন্দেহে কলকাতার পর্যটন মানচিত্রে এক নতুন মাত্রা যোগ করেছে। তাহলে আর অপেক্ষা কিসের! চলুন, এবার একটু জগৎটা উল্টে দেখি!
Rudra Narayan Roy