পুরুলিয়ার জয়পুরের রাজ পরিবারের সদস্য দিব্যজ্যোতি সিংহদেও এই নেচার ক্যাম্প তৈরি করেছেন পযটকেদের জন্য। এরই পাশাপাশি এখানে ২৫ টাকায় রাত্রিবাসের সুযোগ করে দিয়েছেন তিনি। তবে এই সুযোগ অবশ্য সবার জন্য নয়। এই সুযোগ সেই সমস্ত মানুষদের জন্য করে দেওয়া হয়েছে যারা বিভিন্ন সময় বিপদে আপদে পুরুলিয়ায় আটকে পরেন। তাই পর্যটকরা এই ক্যাম্পে গেলে নির্ধারিত অর্থ দিয়েই তাদের রাত্রিবাস করতে হবে। বছরের ৩৬৫ দিন এই পরিষেবা দিয়ে থাকে এই বেসরকারি পর্যটন সংস্থা। আর দুর্গাপুজোর এই ভরা মরশুমেও এই সুবিধা দিচ্ছে এই ক্যাম্প কর্তৃপক্ষ।
advertisement
আরও পড়ুন- এই গান গাইতে গিয়ে গলা দিয়ে রক্ত বেরিয়ে গিয়েছিল সোনু নিগমের! ২৭ বছর পরেও তা সুপারহিট!
এ বিষয়ে ক্যাম্পের কর্ণধার দিব্যজ্যোতি সিংহদেও বলেন , পুজোর সময় প্রায় সমস্ত রুম বুক হয়ে গিয়েছে। বাকি যে রুম গুলি রয়েছে সেগুলোও ভরে যাবে পুজোর সময় এমনটা আসা করা যাচ্ছে। পুজোর এই সময়তেও ২৫ টাকায় রাত্রিবাসের সুযোগ থাকছে এই ক্যাম্পে। পুজোর সময়তে খাওয়া-দাওয়ার উপরেরও বেশ কিছু নতুনত্ব থাকবে।
পুরুলিয়া জেলা জুড়ে একাধিক হোটেল, রিসোর্ট, হোমস্টে রয়েছে। সারা বছরই সেখানে পযটকেদের আনাগোনা লেগে থাকে। তার মধ্যে অনেকখানি জায়গা করে নিয়েছে এই বেসরকারি নেচার ক্যাম্প।
শর্মিষ্ঠা ব্যানার্জি