এই বর্ষাকালে দেশজুড়ে পর্যটনে চলছে দারুণ অফার। এপ্রিল থেকে অক্টোবর চলবে এই অফারটা। ২০ ডিগ্রি থেকে ৩০ ডিগ্রি টেম্পারেচার থাকবে এইসময়, মনমুগ্ধকর এই আবহাওয়ায় ঘুরতে কিন্তু বেশ লাগবে আপনার।
আরও পড়ুন: জলের তলায় রাস্তা! দ্রুত গতিতে ছুটে এসে অথই জলে ভেসে গেল গাড়ি, ভিডিয়ো দেখলে আঁতকে উঠবেন
advertisement
এই বর্ষার সময়টা জুড়ে চলবে একাধিক অফার। তবে এই দেশ কিন্তু বেশ বর্ষণমুখর, ফলে বর্ষাকালে অতিরিক্ত বৃষ্টির সমস্যা এখানে। তাই ছাতা ভুললে চলবে না একদম। পর্যটকেরা সাধারণত যেতে চায়না তাই এসময়ে। কিন্তু আপনি কি জানেন বর্ষায় রোম্যান্টিক হোটেল থেকে সমুদ্রের উপর ঝমঝমিয়ে বৃষ্টি দেখার মাদকতা থেকে বৃষ্টিতে ভেজার সুখ, কোনওটাই মিস করবেন কেন আপনি?
আরও পড়ুন: সাবধান! এই লক্ষণগুলো দেখলেই বুঝবেন আপনার সঙ্গীর আপনার থেকে মন সরে যাচ্ছে
বর্ষায় জলের রাইডগুলি আরও রোমাঞ্চকর লাগে। ফলে বন্ধুদের সঙ্গে মালদ্বীপ উপভোগ করতে চাইলে এইটাই আপনার জন্য সবচেয়ে সুন্দর সময়। আর পুরো মরশুমটা জুড়েই চলবে নানা অফার, ফলে একদম মিস করবেন না সুন্দর নগরীর এই ডিল।