TRENDING:

Weekend Trip: মন খারাপ হলেই এই বাড়িতে ছুটে যেতেন উত্তম কুমার! হাওড়ার 'সিনেমা' গ্রাম চেনেন? ঘুরতে আসতে পারেন

Last Updated:

Weekend Trip: হাওড়ার সিনেমা গ্রাম, বাংলা সিনেমা জগতের তারকা অভিনেতা-অভিনেত্রী, উত্তম কুমার সুচিত্রা সেন অপর্ণা সেন সাবিত্রী চ্যাটার্জি, সুখেন দাস থেকে শুরু করে সেই সময়ের প্রায় সমস্ত অভিনেতা পা রেখেছিলেন হাওড়ার এই গ্রামে

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
জগৎবল্লভপুর, রাকেশ মাইতি: কলকাতা থেকে প্রায় ৫০ কিমি, হাওড়া শহর থেকে ৩০-৩৫ কিমি দূরত্বের একটা গ্রাম, প্রত্যন্ত এই গ্রাম ছিল ৭০-এর দশকের বাংলা সিনেমার প্রাণকেন্দ্র। এখানে শুটিং হয়েছে বহু বাংলা সিনেমা। সেই তালিকায় রয়েছে প্রতিকার, সিংহ দুয়ার, বনপলাশীর পদাবলী, সন্ন্যাসী রাজা, ধন্যিমেয়ের মতো অসংখ্য জনপ্রিয় বাংলা সিনেমা। সেই সময় কলকাতা থেকে হাওড়ার এই গ্রামে নিয়মিত অভিনেতা অভিনেত্রীদের আসা-যাওয়া ছিল। গোয়ালপোতা গ্রামের মানুষ জগৎবল্লভপুরের প্রাণপুরুষ সত্যনারায়ণ খাঁ’য়ের হাত ধরে তখনকার তাবড় তাবড় অভিনেতা পা রেখেছেন গ্রামে। শুটিং হয়েছে জগৎবল্লভপুরের গোয়ালপোতা-সহ পার্শ্ববর্তী গ্রামেও।
advertisement

উত্তম কুমার, সাবিত্রী চট্টোপাধ্যায়, শম্ভু মিত্র, অপর্ণা সেন, জহর রায়, সৌমিত্র চ্যাটার্জি, জয়া ভাদুড়ি তখনকার প্রায় সমস্ত অভিনেতা একাধিক বার গ্রামে এসেছেন। শুটিংয়ের কাজে রাতও কাটিয়েছেন অনেকে। আরও জানা যায়, মন খারাপ হলেই মহানায়ক উত্তম কুমার এই বাড়িতে ছুটে আসতেন। কৃষি প্রধান এই গ্রামে এলেই মন ভাল হত তাঁর। গ্রামের অনেকেই রয়েছেন যারা অভিনেতা অভিনেত্রীদের খুব কাছ থেকে দেখেছেন সময় কাটিয়েছেন এক সঙ্গে। তাঁরা সেই সময়ের নানা ঘটনা গল্পের মতো তুলে ধরেন নতুন প্রজন্মের কাছে। এই গ্রামকে নিয়েই তারা গর্ববোধ করেন।

advertisement

আরও পড়ুনঃ বিমানবন্দর-নোয়াপাড়া রুটের মেট্রোয় চড়লে যাত্রীরা কী কী সুবিধা পাবেন? কোন স্টেশন পর্যন্ত ভাড়া কত? কত সময়ের ব্যবধানে চলবে মেট্রো? জানুন বিস্তারিত

সত্যনারায়ণ খাঁ ছিলেন জগৎবল্লভপুর ব্লকের গোয়ালপোতা গ্রামের মানুষ। বাংলা সিনেমা ইন্ডাস্ট্রির সঙ্গে সুসম্পর্ক তাঁর, ছিলেন চণ্ডিমাতা ফিল্মসের প্রতিষ্ঠাতা। তাঁর হাত ধরেই ৭০-৮০ দশকের বহু অভিনেতা-অভিনেত্রী পা রেখেছেন গ্রামে। গ্রামের মেঠো পথ সবুজক্ষেত, হাট বাজার পুকুর ও নদীর ধার এমন স্থানগুলিকেই সিনেমা অভিনয়ের জন্য বেছে নেওয়া হয়েছিল। কয়েক দশক পেরিয়েছে সময়, কালের নিয়ম বদলেছে গ্রাম। সবুজ চাষের জমি, নদী খাল বিল মেঠো পথের সে গ্রাম এখন কংক্রিটের মোড়কে। এর মাঝেই সে সময়ের ইতিহাস বহন করে চলেছে গ্রামের নানা প্রান্তর।

advertisement

আরও পড়ুনঃ ঝড়ের গতিতে কমবে ‘ডবল চিন’, পুজোর আগে ৩৫ দিনেই মুখ-গালের মেদ কমে তীক্ষ্ণ চিবুক, চোয়াল! ৫ মোক্ষম টোটকায় বাজিমাত

আজও জীর্ণ শরীরে মাথা উঁচু করে দাঁড়িয়ে রয়েছে, চন্ডীমাতা ফিল্মসের সেই বাড়িটি। এই বাড়ির সামনে হাজির হলেই মনে করিয়ে দেয় পুরনো সেই সময়ের ছবি, বিখ্যাত সিনেমার নানা গল্প কাহিনী। শুধু গ্রামের মানুষ নয়, এই গ্রামকে নিয়ে জেলার মানুষ গর্বিত। এই গ্রামকে একবার চোখ মেলা দেখতে বাংলার বিভিন্ন প্রান্ত থেকে মানুষ ঘুরতে আসেন আজও। মানুষের হৃদয়ে হাওড়ার জগৎবল্লভপুর ব্লকের গোয়ালপোতা গ্রাম।

advertisement

বাংলা খবর/ খবর/লাইফস্টাইল/
Weekend Trip: মন খারাপ হলেই এই বাড়িতে ছুটে যেতেন উত্তম কুমার! হাওড়ার 'সিনেমা' গ্রাম চেনেন? ঘুরতে আসতে পারেন
Open in App
হোম
খবর
ফটো
লোকাল