Airport Metro: বিমানবন্দর-নোয়াপাড়া রুটের মেট্রোয় চড়লে যাত্রীরা কী কী সুবিধা পাবেন? কোন স্টেশন পর্যন্ত ভাড়া কত? কত সময়ের ব্যবধানে চলবে মেট্রো? জানুন বিস্তারিত
- Reported by:Rudra Narayan Roy
- hyperlocal
- Published by:Shubhagata Dey
Last Updated:
Airport Metro: নোয়াপাড়া থেকে জয়হিন্দ বিমানবন্দর পর্যন্ত মেট্রোর ইয়োলো লাইন। এই পরিষেবা চালু হয়ে গেলে কলকাতা বিমানবন্দর স্টেশনটি ভারতের অন্যতম ব্যস্ত ভূগর্ভস্থ মেট্রো স্টেশন হিসাবে আত্মপ্রকাশ করবে বলেই মনে করা হচ্ছে। নোয়াপাড়া বিমানবন্দর রুটে মেট্রো পরিষেবায় যাত্রীরা কী কী পাবেন? জানুন...
advertisement
advertisement
advertisement
advertisement
*এই রুটে থাকা স্টেশন স্টপেজগুলি নোয়াপাড়া, দমদম ক্যান্টনমেন্ট, যশোর রোড ও জয়হিন্দ বিমানবন্দর। ৩৩০ মিটার দীর্ঘ ও ১০.৫ মিটার চওড়া সাবওয়ে যশোর রোডকে জয়হিন্দ বিমানবন্দর স্টেশনের সঙ্গে যুক্ত করবে। সাবওয়েতে থাকছে চারটি লিফট ও ছ'টি চলমান সিঁড়ি। যশোর রোড ও দমদম ক্যান্টনমেন্ট স্টেশনেও থাকছে আধুনিক যাত্রী সুবিধা-সহ ১৮০ মিটার দীর্ঘ দুটি প্ল্যাটফর্ম।
advertisement







