TRENDING:

Health Tips: করোনার বিরুদ্ধে লড়াইয়ে এই খাবারগুলি খেতেই হবে, শরীরে বাড়বে অক্সিজেন

Last Updated:

Covid 19: অ্যালকালাইন জাতীয় খাবার খাদ্যতালিকায় রাখলে তা রক্তে অক্সিজেনের মাত্রা যথাযথ রাখতে সাহায্য করে। শুধু তাই নয়, এই ধরনের খাবার শরীরকে সক্রিয় রাখার পক্ষেও সহায়ক।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#কলকাতা: করোনার তৃতীয় ঢেউ শুরু হয়ে গিয়েছে। লাফিয়ে লাফিয়ে বাড়ছে আক্রান্তের সংখ্যা। দ্বিতীয় ঢেউয়ের সময় যে সব করোনা আক্রান্তরা হাসপাতালে ভর্তি হয়েছিলেন, তাঁদের অধিকাংশেরই দেখা গিয়েছিল শ্বাসকষ্টের সমস্যা। শরীরে অক্সিজেনের মাত্রা কমে যাওয়ায় তৈরি হয়েছিল জটিল পরিস্থিতি। তাই তৃতীয় ঢেউয়ের শুরুতেই সাধারণ মানুষকে অক্সিজেন সমৃদ্ধ খাওয়ার ডায়েটে রাখার কথা মনে করিয়ে দিচ্ছেন চিকিৎসকরা।
ফলমূল: আয়ুর্বেদ মতে, ত্বক সুস্থ এবং উজ্জ্বল রাখতে কয়েকটি ফল প্রতিদিনের খাদ্যতালিকায় রাখতেই হবে। এর মধ্যে পেঁপে, বেরি, আম এবং কিউয়ি অন্যতম।
ফলমূল: আয়ুর্বেদ মতে, ত্বক সুস্থ এবং উজ্জ্বল রাখতে কয়েকটি ফল প্রতিদিনের খাদ্যতালিকায় রাখতেই হবে। এর মধ্যে পেঁপে, বেরি, আম এবং কিউয়ি অন্যতম।
advertisement

অ্যালকালাইন জাতীয় খাবার খাদ্যতালিকায় রাখলে তা রক্তে অক্সিজেনের মাত্রা যথাযথ রাখতে সাহায্য করে। শুধু তাই নয়, এই ধরনের খাবার শরীরকে সক্রিয় রাখার পক্ষেও সহায়ক। এছাড়া এই খাবারগুলো দেহের পিএইচ মাত্রা স্বাভাবিক রাখে।সঙ্গে শরীরে ভিটামিন ও মিনারেলসের জোগান ঠিক রাখে। তাই তৃতীয় ঢেউয়ের মুখে অক্সিজেনের ঘাটতি মেটাতে পাতে রাখতেই হবে এই খাবার গুলো।

advertisement

বেদানা

বেদানায় জিঙ্ক, কপার, আয়রনের পাশাপাশি রয়েছে ক্যালসিয়াম, ফাইবার আর প্রোটিন। সঙ্গে B3 ও B6 ভিটামিনে ভরপুর। প্রতি দিন বেদনা খেলে শরীরে নাইট্রিক অক্সাইডের পরিমাণ বৃদ্ধি পাওয়ায় রক্ত সরবরাহ বাড়ে। ফলে শরীরের কোষ অক্সিজেন পায়।

কিউয়ি

এতে প্রাকৃতিক চিনি থাকে, যার কারণে খাদ্য হজম হওয়ার পরে অ্যাসিডিক যৌগ তৈরি করে না। এতে আছে আয়রন, কপার, ভিটামিন C, B3, B5 এবং B6। অ্যালকালাইন জাতীয় এই ফল শরীরকে তাজা রাখে। রক্তে অক্সিজেনের পরিমাণ বাড়ায়।

advertisement

আরও পড়ুন - Bollywood Gossip: সলমান খানের নতুন গার্লফ্রেন্ড, সুন্দরী বললেন ‘নাইস গাই’!

বেরি

ভিটামিন C আর অ্যান্টিঅক্সিড্যান্টে ভরপুর বেরি। এই ফলে মিষ্টভাবের পাশাপাশি প্রচুর ফাইবারও থাকে। ইউরিনারি ট্র্যাক্ট ইনফেকশন কমাতে তো ক্র্যানবেরির বহুল ব্যবহার প্রচলিত। ভিটামিন C এর অন্যতম উপাদান। যা মানবদেহের প্রতিটি কোষকে আরও শক্তিশালী করে তোলে।

advertisement

আঙুর

খুবই সহজপাচ্য। ব্রঙ্কাইটিস, হাঁপানি বা অন্যান্য শ্বাসকষ্ট নিরাময়ে আঙুলের জুড়ি নেই। এতে প্রচুর পরিমাণ অ্যান্টিঅক্সিড্যান্ট রয়েছে। পিএইচ মাত্রা ৮.৫। যা শুধু রক্ত সরবরাহ বাড়ায় তাই নয়, লো ব্লাড প্রেশারও নিয়ন্ত্রণে রাখে।

আরও পড়ুন - Panchang 11 January: পঞ্জিকা ১১ জানুয়ারি: দেখে নিন নক্ষত্রযোগ, শুভ মুহূর্ত, রাহুকাল এবং দিনের অন্য লগ্ন!

advertisement

তরমুজ

এই মিষ্টি ফল প্রায় সবারই প্রিয়, কিন্তু অনেকেই জানেন না যে এটি খেলে রক্তে অক্সিজেনের অভাব পূরণ করতে সাহায্য করে। এই ফলটি ৯ পিএইচ মান-সহ সর্বাধিক ক্ষারক হয়। তরমুজে থাকা ফাইবার এবং জলের কারণে এটি রোগ প্রতিরোধক হিসেবেও কাজ করে।

সাইট্রিক ফল

এর অর্থ লেবু জাতীয় ফল। অক্সিজেন সমৃদ্ধ খাবারের মধ্যে লেবু অন্যতম। সাধারণত এটা অ্যাসিডযুক্ত, তবে খাওয়ার পর, শরীরে ক্ষারীয়তে পরিবর্তিত হয়। লেবু কাশি, সর্দি, ফ্লু, হার্ট বার্ন এবং ভাইরাসজনিত রোগের জন্য খুব উপকারী। একে যকৃতের জন্য সেরা টনিক বলে থাকেন বিশেষজ্ঞরা।

আনারস

এর পিএইচ মান ৮.৫। এছাড়াও আনারস ভিটামিন A, B এবং C-এর সঙ্গে অ্যান্টিঅক্সিড্যান্টে সমৃদ্ধ। রক্ত সরবরাহ বৃদ্ধির সঙ্গে রক্তচাপ হ্রাস করতেও সাহায্য করে আনারস।

বিট

সেরা ভিডিও

আরও দেখুন
লালগোলাতে রাজরাজেশ্বরী রূপে পূজিতা হন মা কালী! দেওয়া হয় ইলিশের ভোগ
আরও দেখুন

বিট হল সেই সবজি যা আমরা অনেকেই খেতে পছন্দ করি না। কিন্তু শরীরে অক্সিজেনের মাত্রা বাড়াতে এর বিকল্প নেই। বিটে আছে নাইট্রেট। যা শরীরে গিয়ে রূপান্তরিত হয় নাইট্রিক অক্সাইডে। এই নাইট্রিক অক্সাইড হিমোগ্লোবিন বাড়ায়। ফলে শরীরে অক্সিজেন বৃদ্ধি পায়। রক্তের ঘনত্ব ঠিক রেখে হার্টের ওপর চাপ কমায়।

বাংলা খবর/ খবর/লাইফস্টাইল/
Health Tips: করোনার বিরুদ্ধে লড়াইয়ে এই খাবারগুলি খেতেই হবে, শরীরে বাড়বে অক্সিজেন
Open in App
হোম
খবর
ফটো
লোকাল