বাংলাদেশ-সহ দক্ষিণ-পূর্ব এশিয়া এমনকি ভারতের বিভিন্ন নার্সারিতে পাওয়া যায় এই বেগম বাহারি বা দাঁতরাঙ্গা। এই ফুলে রয়েছে হাজার হাজার আয়ুর্বেদিক ঔষধি গুণাবলী। কি কি রোগ দূর হয় এই ফুলে জানেন কি? বেগুনি রঙের এই বেগম বাহারি ফুলের ঔষধি গুণাবলী নিয়ে ডক্টর চিন্ময় দেবগুপ্ত জানান, এই রঙিন ফুল ও ফল শরীরের জন্য অত্যন্ত উপকার। কাঁচা ও ফুল , ফল, সবজি সমস্ত কিছুতেই ভীষণ উপকারিতা রয়েছে।
advertisement
আরও পড়ুনঃ খেজুরেই কমবে আপনার বয়স! কোলেস্টেরল-ওজন থাকবে নিয়ন্ত্রণে, রোজ কীভাবে খাবেন এই ফল? জানুন
এই ফুলে রয়েছে ফাইবার, যা কোষ্ঠকাঠিন্যের জন্য ও পেটের বিভিন্ন রোগ দূর করতে ভীষণ উপকারী। শুধু তাই নয় এই ফুলের পাতার নির্যাস মানবদেহে ক্যানসার ও হৃদরোগ রোধে সহায়ক।
পেটে ব্যথা বা জ্বর কমাতেও সাহায্য করে এই বেগম বাহারি। উচ্চ রক্তচাপ, আলসার, ডায়েরিয়া, চর্মরোগে এই ফুলের ওষুধি গুণে কমে। দাঁতরাঙ্গা এই গাছের পাতার রস বিভিন্ন রোগের ওষুধ হিসেবে ব্যবহৃত হয়। শুধু তাই নয়, বর্ষায় সময় জোক বা পোকামাকড়ের কামড়ে রক্ত বন্ধ করতেও সাহায্য করে এই গাছের পাতা। এই গাছে রয়েছে বহু চমৎকার গুণ।
পিয়া গুপ্তা





