TRENDING:

মাত্র ৭ দিন এই মর্নিং রুটিন মানলেই দাগ-ছোপ দূর হয়ে ত্বক হবে জেল্লাদার! জেনে নিন

Last Updated:

মাত্র ৭ দিন এই মর্নিং রুটিন মানলেই দাগ-ছোপ দূর হয়ে ত্বক হবে জেল্লাদার!

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
মুখের দাগ ছোপ দূর করা অনেক ক্ষেত্রেই খুব কঠিন কাজ। এক্ষেত্রে নামী দামি পণ্য ব্যবহার করেও মুখের দাগ দূর করা যায় না। তাই রোজ সকালে কিছু ঘরোয়া নিয়ম মানলেই সহজে দূর করা যাবে মুখের কালো দাগ। আসুন জেনে নেওয়া যাগ মুখের দাগ-ছোপ দূর করার জন্য সহজ মর্নিং রুটিন-
advertisement

মুখের কালো দাগ দূর করতে ঘুম থেকে উঠে উষ্ণ জলে মুখ ধুতে হবে। জলে সামান্য লেবুর রস ও গোলাপ জলও দেওয়া যেতে পারে।

আরও পড়ুন: ওজন কমাতে ভাত না রুটি খাবেন? রোগা হতে ডায়েটে রাখবেন কোন উপাদান জেনে নিন

এ ছাড়া সকালে উঠে ত্বকের জন্য সেরা মশ্চারাইজার হল দুধের সর। যাদের দুধের সরে এলার্জি আছে তারা অ্যালোভেরা জেল ব্যবহার করতে পারেন।

advertisement

স্নানের আগে চন্দন বাটা লাগাতে হবে নিয়মিত। চন্দন মুখের সমস্ত দাগ দূর করতে সহায়ক।

এ ছাড়া স্নানের পর ভাল করে গোলাপ জল টোনার হিসেবে ব্যবহার করতে পারেন।

কমলা লেবুর ছাল শুকনো করে রেখে তা পাউডার বানিয়ে জলে গুলে ফেস মাস্ক তৈরি করতে হবে। মুখের দাগ দূর করতে ম্যজিকের মতো কাজ করবে এই ফেস মাস্ক।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
দেখতে সাধারণ, স্বাদে লাজবাব, বাজারেও ব্যাপক চাহিদা! এবার পুকুরেই চাষ হবে 'এই' মাছ
আরও দেখুন

Disclaimer: এই প্রতিবেদনটি কেবলমাত্র সাধারণ তথ্যের জন্য, তাই বিস্তারিত জানতে হলে সর্বদা বিশেষজ্ঞের পরামর্শ নিন

বাংলা খবর/ খবর/লাইফস্টাইল/
মাত্র ৭ দিন এই মর্নিং রুটিন মানলেই দাগ-ছোপ দূর হয়ে ত্বক হবে জেল্লাদার! জেনে নিন
Open in App
হোম
খবর
ফটো
লোকাল