ঘাড় ও কনুইয়ে সবচেয়ে বেশি কালো ভাব দেখা যায়। সূর্যের ক্ষতিকর রশ্মি, ধুলোবালি ও ঘামের প্রভাবে ঘাড় ও কনুইয়ের ত্বক কালো হয়ে যায়। ত্বকের কালোভাব দূর করতে কিছু সহজ ঘরোয়া প্রতিকার মানা যেতে পারে।
আরও পড়ুন: ঝটপট কোলেস্টেরল কমাবে এইসব উপাদান! রোগ-ব্য়াধিও ধারে কাছে আসবে না! জেনে নিন
advertisement
বেসন ও লেবু- ঘাড় ও কনুইয়ের কালো দাগ দূর করার সবচেয়ে ভাল টোটকা হল বেসন এবং লেবুর ব্যবহার। এজন্য ১ চামচ বেসন এর সঙ্গে ১ চামচ লেবুর রস মিশিয়ে ঘাড় ও কনুইতে লাগিয়ে শুকিয়ে গেলে ঘষে পরিষ্কার জল দিয়ে ত্বক ধুয়ে ফেলতে হবে।
মধু ও লেবু- ঘাড় ও কনুইয়ের কালো ভাব দূর করতে মধু ও লেবু ব্যবহার করা যেতে পারে। এ জন্য মধুতে লেবুর রস মিশিয়ে ঘাড়ে ও কনুইয়ে লাগাতে হবে, কিছুক্ষণ পর পরিষ্কার জল দিয়ে ধুয়ে ফেলতে হবে। এই টোটকা ব্যবহার করলে ঘাড় ও কনুইয়ের ত্বক খুব শিঘ্রই হয়ে উঠবে পরিষ্কার ও চকচকে।
হলুদ ও দুধ- হলুদ ও দুধের সাহায্যেও ঘাড় ও কনুইয়ের ত্বক পরিষ্কার করা যেতে পারে। এজন্য ১ চা চামচ দুধ ও বেসন মিশিয়ে ঘাড়ে ও কনুইয়ে লাগান। তারপর শুকিয়ে গেলে হাত দিয়ে ঘষে তুলে ফেলুন। কয়েকদিনের মধ্যেই ঘাড় ও কনুইয়ের কালো ভাব ধীরে ধীরে কমতে শুরু করবে। Disclaimer: এই প্রতিবেদনটি কেবলমাত্র সাধারণ তথ্যের জন্য, তাই বিস্তারিত জানতে হলে সর্বদা বিশেষজ্ঞের পরামর্শ নিন