TRENDING:

Cholesterol Control Tips: এই ৩ পাতাতেই কমবে কোলেস্টেরল! ওষুধের মতো কাজ করবে কয়েক দিনেই

Last Updated:

এই ৩ পাতাতেই কমবে কোলেস্টেরল! ওষুধের মতো কাজ করবে কয়েক দিনেই

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
বর্তমানে কোলেস্টেরলের সমস্যা বেড়েই চলেছে। দেহে কোলেস্টেরলের পরিমাণ স্বাভাবিকের চেয়ে বেশি হয়ে গেলে হার্ট অ্যাটাক ও স্ট্রোকের ঝুঁকি বেড়ে যায়। কোলেস্টেরল নিয়ন্ত্রণের জন্য স্বাস্থ্যকর জীবনধারা এবং উন্নত খাদ্যাভ্যাস প্রয়োজন।
এই ৩ পাতাতেই কমবে কোলেস্টেরল! ওষুধের মতো কাজ করবে কয়েক দিনেই
এই ৩ পাতাতেই কমবে কোলেস্টেরল! ওষুধের মতো কাজ করবে কয়েক দিনেই
advertisement

ওষুধ ছাড়া, কিছু ঘরোয়া প্রতিকারও কোলেস্টেরল নিয়ন্ত্রণে খুব কার্যকর  বেশ কিছু গাছের পাতায় ঔষধি গুণ রয়েছে, যা খেলে খারাপ কোলেস্টেরল (LDL) কমতে পারে। আসুন জেনে নেওয়া যাক এমনই কিছু পাতার নাম যা খেলে সহজেই কোলেস্টেরল নিয়ন্ত্রণে আসতে পারে।

আরও পড়ুন: এই সহজ নিয়ম মানলেই তরতরিয়ে কমবে ওজন! মেদ ঝরানোর গোপন ফর্মুলা জেনে নিন

advertisement

মেথি পাতা- উচ্চ কোলেস্টেরল রোগীদের জন্য মেথি পাতা বা মেথির শাক খাওয়া খুবই উপকারী। হেলথলাইনের প্রতিবেদনে বলা হয়েছে, যে মেথি পাতায় থাকা পুষ্টি উপাদান কোলেস্টেরল এবং ট্রাইগ্লিসারাইডের মাত্রা কমাতে সাহায্য করে। স্টেরয়েডাল স্যাপোনিনগুলি কোলেস্টেরল শোষণ এবং সংশ্লেষণকে বাধা দেয় বলে বিশ্বাস করা হয়, যখন ফাইবার রক্তে শর্করার মাত্রা কমাতে সাহায্য করতে পারে।  মেথি পাতা ডায়াবেটিস রোগীদের জন্যও উপকারী।

advertisement

কারি পাতা- হেল্থ লাইনের মতে কারি পাতা, কোলেস্টেরল কমাতে অত্যন্ত কার্যকর। কারি পাতার এই উপকারিতা অনেক গবেষণাতেও প্রমাণিত হয়েছে। কারি পাতা খাওয়া উচ্চ কোলেস্টেরল এবং ট্রাইগ্লিসারাইডের মাত্রা কমাতে সাহায্য করে। খাদ্যতালিকায় কারি পাতা অন্তর্ভুক্ত করলে হার্ট অ্যাটাক ও স্ট্রোকের ঝুঁকিও কমে। কারি পাতা খেলে হার্ট ভাল থাকে।

আরও পড়ুন: চা খেলেই কমবে পেটের সমস্যা? ওষুধ না খেয়েই কমবে অ্যাসিডিটি, জেনে নিন

advertisement

তুলসী পাতা- আয়ুর্বেদে তুলসী পাতাকে অনেক রোগের চিকিৎসায় উপকারী বলে মনে করা হয়েছে। দি হেল্থসাইটের মতে তুলসী পাতায় পাওয়া প্রয়োজনীয় তেল উচ্চ কোলেস্টেরল এবং ট্রাইগ্লিসারাইড কমাতে সাহায্য করতে পারে। কোলেস্টেরল কমিয়ে হার্টের সমস্যা কমায়। এছাড়াও তুলসী পাতায় প্রচুর পরিমাণে ম্যাগনেসিয়াম থাকে যা রক্তনালীকে শিথিল করে। এটি রক্তের ধমনীতে রক্ত ​​​​প্রবাহ উন্নত করতে পারে। এর ফলে  হৃদরোগের ঝুঁকিও কমে যায়।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
ফাঁকা জায়গার লাগবে না, আমবাগানেই হচ্ছে কুইন্টাল কুইন্টাল ফলন! বিনা ব্যয়ে লাভ পাচ্ছেন চাষি
আরও দেখুন

Disclaimer: এই প্রতিবেদনটি কেবলমাত্র সাধারণ তথ্যের জন্য, তাই বিস্তারিত জানতে হলে সর্বদা বিশেষজ্ঞের পরামর্শ নিন।

বাংলা খবর/ খবর/লাইফস্টাইল/
Cholesterol Control Tips: এই ৩ পাতাতেই কমবে কোলেস্টেরল! ওষুধের মতো কাজ করবে কয়েক দিনেই
Open in App
হোম
খবর
ফটো
লোকাল