TRENDING:

যুবতীর সুরেলা গানে মাত ফেসবুক, সুরে-ছন্দে সোশ্যাল মিডিয়ায় সুনামি !

Last Updated:

অত্যন্ত সুন্দর কন্ঠস্বর

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
আমার সময় ঠিক সেখানেই থেমে রয়েছে ৷ এই গানের ভেলায় ভেসে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছেন এক যুবতীর ৷ দু'জনেরই নিঃশ্চুপ অভিব্যক্তি রয়েছে ৷ যার মধ্যে দিয়ে এক নতুন সময়ের অন্তরালে এক নতুন জীবনের সন্ধান দেয় ৷ জীবনে সাহিত্যের রস পান করাই অন্যতম লক্ষ্য কারোর কাছে তো কারোর কাছে জীবনটা কাব্য নয় ৷
advertisement

সুরে-তালে-ছন্দে জীবনের বিভিন্ন অভিজ্ঞতা হয়ে থাকে ৷ ছোট থেকে বড় হতে গেলে বিভিন্ন পরিবর্তনশীলতার মধ্য দিয়ে যেতে হয় ৷ সেই পরিবর্তনগুলি এক মানুষের মত মানুষ হওয়ার ক্ষেত্রে বিশেষ ভূমিকা বহন করে থাকে ৷ লেখাপড়ার সঙ্গে নাচ, গান, আঁকা বা বিভিন্ন ধরনের অতিরিক্ত বা বিশেষ ধর্মী শিক্ষা জীবনকে এক মজবুত কাঠামোর উপরে দাঁড় করিয়ে দেয় ৷

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
দিঘা যাওয়ার পথে নেগুয়া গ্রাম! এখানেই রয়েছে বঙ্কিমচন্দ্রের রহস্যময় ইতিহাস, জানুন
আরও দেখুন

তাই শুধু লেখাপড়া করলেই জীবনে চলবেনা জীবনে চলতে গেলে নানান রকমের আনন্দ, বিশেষধর্মী শিক্ষা সব মিলিয়ে এক দুর্দান্ত পরিবেশের সৃষ্টি করেছে ৷ নতুন নতুন করে জীবনের চলার পথে একটু অভিজ্ঞতাই জীবনকে শেখায় নানান ধরনের ভাল থাকার প্রক্রিয়া ৷

বাংলা খবর/ খবর/লাইফস্টাইল/
যুবতীর সুরেলা গানে মাত ফেসবুক, সুরে-ছন্দে সোশ্যাল মিডিয়ায় সুনামি !