তবে বাঙালির কচিকাচাদের শৈশব যে কেবল এর মধ্যেই পড়ে আছে বা আটকে আছে তাই নয় ৷ এছাড়াও অনেক কবি সাহিত্যিকের লেখা পড়ে বড় হয় ৷ কখনও প্যাঁচা কয় প্যাঁচানি, খাসা তোর শাসানি, ছেলেবেলার সেই লেখাপড়া বা শেখার দিনগুলি যেন বারেবারে ফিরে আসে জীবনে ৷ মজার মধ্যে দিয়ে শেখা লেখাপড়া ৷ সেই সমস্ত দিনের মতই যেন জীবনের বাকি দিনগুলি কাটে সেই প্রার্থনাই করতে হয়েছে বারেবারে ৷ মজার সঙ্গে লেখাপড়ার মিশেল যেন কোথায় পাওয়া গেল ৷ কারোর সঙ্গে কোনও কিছুর তুলনা হয়না ৷ তবুও ফেসবুকে একটি মজার পোস্ট দেখে বেশ মনে হল সেই সব দিনের কথা পোস্টে দেখতে পাওয়া গিয়েছে একজন পোস্ট করেছেন দুটি মোরগ ও মুরগির ছবি ৷
advertisement
দিয়েছেন বিয়েও সঙ্গে ক্যাপশন দিয়েছেন তিনি মুরগির বিয়ে দিয়েছেন কেননা তিনি বৈধ ডিম খেতে পারেন ৷ তবে হতেই পারে ছবিটি সম্পদিত ছবিটির সত্যতা যাচাই করিনি আমরা ৷ এই পোস্ট থেকে নিছকই হাস্যরস আমরা আস্বাদন করছি ৷ আপাতত এই বিষয়টি চর্চায় রয়েছে ৷