ভালবাসা বনের পশুরাও উপলব্দি করে ৷ ভালবাসার কোনও জাত নেই, নেই কোনও বর্ণ, ভালবাসা মুক্তি বায়ুর মতই ছড়িয়ে পড়ে প্রতিটি মানুষের মনে ৷ জীবনের বিভিন্ন সময়েই ভালবাসা এক নতুন চিন্তা ভাবনার জন্ম দেয় ৷ এমনই এক ভিডিও ছড়িয়ে পড়েছে চারদিকে যেখানে দেখতে পাওয়া গিয়েছে কনের থেকে উচ্চতায় লম্বা বর, কিছুতেই হাত পাচ্ছেন না যে বরকে মালা পরাবেন, কিন্তু বর নিজের ভালবাসার কাছে আত্মসমর্পণ করলেন ৷ হাঁটু মুড়ে বসে পরলেন যাতে কনে বরকে মালা পরাতে পারেন ৷ নতুন জীবন শুরু পথে এমন এক নতুন অনুভূতি যেন জীবনকে নতুন করে ভাবতে শেখায় নতুন করে জীবনকে গড়ে তুলতে ব্যাপক সাহায্য করে ৷
advertisement
এমনই এক ভিডিওতে সোশ্যাল মিডিয়া কেঁপে উঠল এক নিমেষেই ভাইরাল হল সোশ্যাল মিডিয়ায় ৷ মুহূর্তেই লাইক আর শেয়ারের বন্যা বয়ে গিয়েছে ৷ এক নজরে দেখে নেওয়া যাক ভিডিওটি ৷ যদিও এই ভিডিও-র সত্যতা আমরা যাচাই করিনি ৷
