TRENDING:

Viral Video: মালাবদলের সময়ে নতুন বউয়ের সামনে নতুন বরের সেরা Performance! মুহূর্তেই কাঁপল সোশ্যাল মিডিয়া

Last Updated:

Viral Video: দুর্বার গতিতে সোশ্যাল মিডিয়ায় আছড়ে পড়েছে ভিডিওটি

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
এমন এক ভিডিও যা সোশ্যাল মিডিয়া তোলপাড় করেছে মুহূর্তেই ভাইরাল হয়েছে ৷ এক মালাবদলের টানটান দৃশ্যের ভিডিও ইউটিউব কাঁপাচ্ছে ৷ এক নিমেষেই ঝড় তুলেছে ৷ ভালাবাসা জীবনকে শুধরে দেয়, জীবনের প্রতিটি ক্ষেত্রেই এত নতুন দৃষ্টিভঙ্গির জন্ম দেয় ৷ বাংলায় একটি কথা প্রচলিত আছে যে যাকে বকে মেরে কিছু হয়না তাকে ভালবাসা দিয়ে বোঝাতে হয় ৷ ভালবাসাই নতুন করে ভাবতে শেখায় ৷ সুখের সংসার গড়তেই বিয়ে নামক এক বিশেষ অনুষ্ঠানের মাধ্যমে মানুষ নতুন জীবনে পা রাখে ৷ পরকে আপন করার এক অদ্বিতীয় পদ্ধতিই হল বিয়ে বা বিবাহ ৷
advertisement

ভালবাসা বনের পশুরাও উপলব্দি করে ৷ ভালবাসার কোনও জাত নেই, নেই কোনও বর্ণ, ভালবাসা মুক্তি বায়ুর মতই ছড়িয়ে পড়ে প্রতিটি মানুষের মনে ৷ জীবনের বিভিন্ন সময়েই ভালবাসা এক নতুন চিন্তা ভাবনার জন্ম দেয় ৷ এমনই এক ভিডিও ছড়িয়ে পড়েছে চারদিকে যেখানে দেখতে পাওয়া গিয়েছে কনের থেকে উচ্চতায় লম্বা বর, কিছুতেই হাত পাচ্ছেন না যে বরকে মালা পরাবেন, কিন্তু বর নিজের ভালবাসার কাছে আত্মসমর্পণ করলেন ৷ হাঁটু মুড়ে বসে পরলেন যাতে কনে বরকে মালা পরাতে পারেন ৷ নতুন জীবন শুরু পথে এমন এক নতুন অনুভূতি যেন জীবনকে নতুন করে ভাবতে শেখায় নতুন করে জীবনকে গড়ে তুলতে ব্যাপক সাহায্য করে ৷

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
জয়নগরের মোয়া, তাও আবার সুগার ফ্রি! উইন্টার ডেলিকেসি এখন সবার নাগালে, কোথায় পাবেন? জানুন
আরও দেখুন

এমনই এক ভিডিওতে সোশ্যাল মিডিয়া কেঁপে উঠল এক নিমেষেই ভাইরাল হল সোশ্যাল মিডিয়ায় ৷ মুহূর্তেই লাইক আর শেয়ারের বন্যা বয়ে গিয়েছে ৷ এক নজরে দেখে নেওয়া যাক ভিডিওটি ৷ যদিও এই ভিডিও-র সত্যতা আমরা যাচাই করিনি ৷

বাংলা খবর/ খবর/লাইফস্টাইল/
Viral Video: মালাবদলের সময়ে নতুন বউয়ের সামনে নতুন বরের সেরা Performance! মুহূর্তেই কাঁপল সোশ্যাল মিডিয়া
Open in App
হোম
খবর
ফটো
লোকাল