প্রতিটি বাঙালির জীবনের দশদিক পূরণ করেছেন রবীন্দ্রনাথ ঠাকুর গল্প, ছোট্টগল্প, পত্রসাহিত্য, উপন্যাস, নটক, গীতিনাট্য, কাব্যনাট্য, নাট্যকাব্য, প্রবন্ধ রচনা সব কিছুর সঙ্গেই জড়িয়ে রয়েছেন বাঙালির প্রাণের ঠাকুর রবীন্দ্রনাথ ৷ শৈশবে সহজপাঠ থেকে হাসিখুশি প্রতিটি ক্ষেত্রেই রবীন্দ্রনাথ ঠাকুর স্পর্শেই বেড়ে ওঠে প্রতিটি মানুষের জীবন ৷ এত ব্যতিক্রমী চরিত্র বোধ হয় অনেক কমই দেখা যায় ৷ তিনি জীবন দেবতার কাছে কখনও কিছু চাননি ৷ তিনি জীবন দেবতাকে জানিয়েছেন দুঃখের আঘাতকে তাঁর প্রেম হিসাবেই ধরবেন ৷
advertisement
বাবা, মা, দাদা, বউদি, স্ত্রী, সন্তান একে একে সবার চলে যাওয়া প্রবল আঘাত দিলেও থামিয়ে দিতে পারেনি সৃষ্টি ৷ তাঁর অগণিত বাঙালির কাছে তিনি প্রাণের ঠাকুর ৷ এবার ঠাকুর যে যেভাবে দর্শন করবে নির্ভর করবে তারই উপরে ৷ সহজপাঠ না পড়ারাও ঠাকুর দর্শন করেন আবার উচ্চশিক্ষিত মানুষেরাও ঠাকুর দর্শন করেন ৷ বাঙালি বাদ দিলেও দেশ ছাড়িয়ে রবীন্দ্র বন্দনা আজ বিদেশিদের কাছে বিশেষ উপাচারে পরিণত হয়েছে ৷
সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও ভাইরাল হয়েছে যেখানে দেখতে পাওয়া গিয়েছে দুই বিদেশি মানুষ গাইছেন সবার প্রিয় রবীন্দ্রসঙ্গীত তোমার হল শুরু, আমার হল সারা ৷ তবে এই ভিডিওটির সত্যতা আমরা যাচাই করিনি ৷