TRENDING:

Secret behind happy married life: সুখী বিবাহিত জীবনের গোপনকথা হল...

Last Updated:

Secret behind happy married life: দাম্পত্যে সমস্যাও কিছু কম নয়৷ সে সব পেরিয়ে সফল ও ভালবাসার সম্পর্ক গড়ে তোলার জন্য রয়েছে ছোটখাটো কিছু মনে রাখা৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
রূপকথার মতো না হলেও সুখী বিবাহিত জীবন আকাশকুসুম বা সোনার পাথরবাটিও নয়৷ পরষ্পরের প্রতি ভালবাসা, শ্রদ্ধা ও আস্থা থেকেই তৈরি হয় পারস্পরিক সহাবস্থান৷ সফল সম্পর্কের পথ খুব সহজ নয়৷ পরষ্পরকে জানলে, ভাল করে বুঝতে পারলে তবেই স্বাচ্ছন্দ্য আসে সম্পর্কে৷ সঙ্গীর ভাল লাগা মন্দ লাগা স্পষ্ট হয়ে ওঠে৷ বিবাহিত জীবন মসৃণ করে তোলার পিছনে অবদান থাকে স্বামী স্ত্রী দু’জনেরই৷ তবে দাম্পত্যে সমস্যাও কিছু কম নয়৷ সে সব পেরিয়ে সফল ও ভালবাসার সম্পর্ক গড়ে তোলার জন্য রয়েছে ছোটখাটো কিছু মনে রাখা৷
advertisement

যোগাযোগ-

সম্পর্কে সামান্যতম দ্বন্দ্ব এলেও সবার আগে কথা বলতে হবে দু’জনকে৷ মজবুত দাম্পত্যের এটাই সবথেকে গুরুত্বপূর্ণ শর্ত৷ ছোটখাটো দ্বিধা দ্বন্দ্ব থাকলে প্রথমেই যদি নির্মূল করা না হয়, তবে তার রেশ রয়েই যায়৷ পরবর্তীতে সেটাই বড় বিপদ হয়ে দেখা দেয়৷ তাই সম্পর্কের মাধুর্য ধরে রাখতে মন উজাড় করে স্বামী স্ত্রী কথা বলুন৷

advertisement

আরও পড়ুন : ঘরে বাইরে সমানতালে কাজ করতে গিয়ে ঠান্ডায় নাজেহাল? মহিলাদের জন্য রইল সহজ টিপস

প্রশংসা-

জীবনসঙ্গীর স্বভাবে সামান্যতম দিকও ভাল লাগলে তার প্রশংসা করুন৷ স্ত্রী যদি সু্ন্দর করে ঘরবাড়ি গুছিয়ে রাখেন, ভাল রান্না করেন, তাহলে তার প্রশংসা করতে ভুলবেন না৷

আরও পড়ুন : ক’দিনেই উঠে যাচ্ছে দামী হেয়ারকালার? এ বার থেকে মেনে চলুন এই সহজ নিয়মগুলি

advertisement

পরিসর বজায় রাখুন-

সঙ্গীর ব্যক্তিগত পরিসরে অযথা নাক গলাবেন না৷ অতিমাত্রায় খবরদারি করলে এটাই স্পষ্ট হয়ে উঠবে যে আপনি নিজের অস্তিত্ব নিয়ে সঙ্কটে ভোগেন সব সময়৷ তাই সঙ্গীকে ব্যক্তি স্বাধীনতা দিন এবং নিজেও ব্যক্তি স্বাধীনতা উপভোগ করুন৷

আরও পড়ুন : শীতে হজমের সমস্যা দূর করতে ডায়েটে রাখুন এই খাবারগুলি

advertisement

ধৈর্য ধরুন-

সেরা ভিডিও

আরও দেখুন
লালগোলাতে রাজরাজেশ্বরী রূপে পূজিতা হন মা কালী! দেওয়া হয় ইলিশের ভোগ
আরও দেখুন

ধৈর্যশীলতা বাড়াতে হবে অনেক গুণ৷ পুরনো ক্ষত ভুলে গিয়ে ক্ষমাশীল হতে হবে৷ সম্পর্কের বুনিয়াদের এই দু’টি হল মূল স্তম্ভ৷ সঙ্গীর ভুলভ্রান্তিগুলি বিশেষ মনে রাখবেন না৷ ভবিষ্যতের সুখকর মুহূর্তকে আপন করে নেওয়ার জন্য অতীতের ভুল ভ্রান্তিকে ভুলে যেতে হবে৷

বাংলা খবর/ খবর/লাইফস্টাইল/
Secret behind happy married life: সুখী বিবাহিত জীবনের গোপনকথা হল...
Open in App
হোম
খবর
ফটো
লোকাল