TRENDING:

Teeth Whitening: স্টারেদের মতো ঝকঝকে দাঁত ও হাসি চাই? জানতে হবে এই ঘরোয়া পদ্ধতি! কয়েক মিনিটে জাদু!

Last Updated:

Teeth Whitening: খুব কম খরচে ঘরে বসেই এবার পাবেন ঝকঝকে হাসি ও দাঁত! জানুন কী করতে হবে

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
কলকাতা: ঝকঝকে দাঁত কে না চায়! কিন্তু রোজ রোজ দাঁতে স্টেইন জমে বদলে যায় ঝকঝকে ভাব! হলদে ছাপ পড়ে যায়! আর দাঁত ঝকঝকে না হলে হাসিও সুন্দর হবে না! তবে চিন্তার কিছু নেই! ডেন্টাল ক্লিনিকে গিয়ে হাজার হাজার টাকা খরচ করার দরকার নেই! ঘরে বসেই হবে ঝকঝকে দাঁত! গায়েব হবে হলদে ছাপ বা দাগছোপ! এর জন্য দরকার মাত্র কয়েকটি জিনিস! যা খুব সহজেই পাওয়া যায়! তবে অবশ্যই জানতে হবে এই সবকটি জিনিসের সঠিক ব্যবহারের পদ্ধতি!
advertisement

প্রথমেই আসবে নিম পাতা বা নিম ডালের কথা! নিম পাতা দাঁতের স্বাস্থ্যের জন্য দারুণ ভাল। নিম পাতা জলে ভাল করে সিদ্ধ করে সেই জল দিয়ে মুখ কুলকুচি করুন। দেখবেন মুখের দূর্গন্ধ গায়েব! আবার দাঁত ব্রাশের আগে কয়েকটি নিমপাতা হাতে ডলে সেই নিমপাতা দাঁতে ভাল করে ঘষে নিন। এরপর পেস্ট দিয়ে ব্রাশ করুন। দুসপ্তাহ করলেই তফাত বুঝতে পারবেন। সেই সঙ্গে দূর হবে মাড়ির সব রকম সমস্যাও!

advertisement

আরও পড়ুন: 

এর পরেই আসবে কাঠ কয়লার নাম! আগে উনোনে পোড়া কয়লা দিয়ে দাঁত মাজার চল ছিল। এতে দাঁত শুধু পরিষ্কার নয় ভালও থাকে। বাজারে কয়লাগুঁড়ো কিনতে পাওয়া যায়! সেই গুঁড়ো পেস্টে মিশিয়ে বা শুধু গুঁড়ো দিয়ে দাঁত মাজুন! ঝকঝকে দাঁত পেয়ে যাবেন কয়েক দিনেই! এতেও দাঁতের সব রকম সমস্যা থেকে মুক্তি পাওয়া যায়!

advertisement

আরও পড়ুন:  জোয়ান ও মৌরি ভেজানো জলেই ফিরবে যৌবন! ত্বক-চুল থেকে বাড়তি ওজন সব সমস্যা গায়েব!

সেরা ভিডিও

আরও দেখুন
পুরীর রথ এবার রঘুনাথপুরে, থিমে মন কাড়ছে আপার বেনিয়াসোলের দুর্গাপুজো মণ্ডপ
আরও দেখুন

এছাড়া তুলসি পাতা দিয়েও দাঁত মাজতে পারেন। তুলসিপাতার রস বের করে নিয়ে ভাল করে দাঁতে ঘষুন। এক মিনিট পর দাঁত মেজে নিন। ঝকঝকে দাঁত পাবেন! বাড়িতে লবঙ্গ থাকলে ভাল করে গুঁড়ো করে নিয়ে পেস্টের সঙ্গে মিশিয়ে দাঁত মাজুন! এতেও দাঁত ঝকঝকে হবে। দাঁতের সব সমস্যা থেকে মুক্তি পাবেন! মাড়ি থেকে রক্ত পড়ার সমস্যা থাকলে দূর হবে। মুখে দূর্গন্ধ থাকবে না! এছাড়া স্ট্রবেরি পেস্ট করে দাঁত মাজতে পারেন! তাতেও একই রকম ফল পাবেন! অতএব আর পয়সা খরচ করে দাঁত পরিষ্কার করতে না গিয়ে বাড়িতেই প্রাকৃতিক উপায়ে ঝকঝকে করে তুলতে পারেন দাঁত!

advertisement

বাংলা খবর/ খবর/লাইফস্টাইল/
Teeth Whitening: স্টারেদের মতো ঝকঝকে দাঁত ও হাসি চাই? জানতে হবে এই ঘরোয়া পদ্ধতি! কয়েক মিনিটে জাদু!
Open in App
হোম
খবর
ফটো
লোকাল