নরম এবং তুলতুলে: টেডি বিয়ার পছন্দ করার সবচেয়ে বড় কারণ পেলব অনুভূতি। এত নরম আর মসৃণ, ছাড়তে মন চায় না। মনে হয়, সারাদিন জড়িয়ে ধরে বসে থাকি। এর মসৃণ টেক্সচারেই যাবতীয় আকর্ষণ লুকিয়ে। মন মুহূর্তে ভাল হয়ে যায়।
বকতে বকতে ক্লান্ত হয়ে গেলেও শুনবে: টেডি বিয়ারের মতো সঙ্গী হয় না। সমস্ত উদ্বেগ, সমস্ত সমস্যার কথা খুলে বলা যায়। ছোট ছোট চোখ আর ফুলো মুখ দেখলে কথা বলতে ইচ্ছে করবে। আর সবচেয়ে বড় কথা টেডি কখনওই থামতে বলবে না। বিরক্ত হবে না। অভিযোগের তো বালাই নেই। কেউ যদি খেলনার সঙ্গে কথা বলার জন্য পাগল মনে করে? কুছ পরোয়া নেহি।
advertisement
আরও পড়ুন: এবারের ভ্যালেন্টাইন ডে-তে সেরা গিফট হবে আপনারই, কী জানেন! জানুন, আর অবাক করে দিন
সেরা উপহার: কোনও অনুষ্ঠানে বন্ধু, ভাই বা সঙ্গীকে কী উপহার দেওয়া যায় ভেবে ভেবে মাথার চুল ছেঁড়ার অবস্থা? চোখ বন্ধ করে টেডি বিয়ার দেওয়া যায়। স্মার্ট পছন্দ। এখন অনেকে বলতে পারেন, টেডি বিয়ার তো মেয়েদের উপহার। হ্যাঁ, ঠিক কথা। কিন্তু ছেলেদেরও দেওয়া যায়। বিশেষ করে কোনও ভুলের জন্য ক্ষমা চাইতে হলে টেডি বিয়ারের চেয়ে ভাল উপহার হয় না।
প্রিয় কার্টুন চরিত্রের কথা মনে করিয়ে দেবে: যোগী বিয়ার, গামি বিয়ার, প্যাডিংটন বিয়ার, ফোজি বিয়ার, বুগ, উইনি- দ্য-পুহ, বালু, পো – লম্বা লিস্ট।
আরও পড়ুন: ৫০ টাকাতেই কোটিপতি! এই নোটটি আপনার কাছে আছে? থাকলে মুহূর্তেই মালামাল
প্রোপোজ করার সেরা উপায়: প্রোপোজ ডে পেরিয়ে গিয়েছে ঠিকই। কিন্তু মনের মানুষকে ভালোবাসার কথা টেডি ডে-তেও জানানো যায়। আর টেডি বিয়ার উপহার দিয়ে মনের কথা বললে সঙ্গিনীর রাজি না হয়ে উপায় নেই। সুতরাং অপেক্ষা কীসের? হাতে উঠুক টেডি বিয়ার। আর ঠোঁটে সেই তিন ম্যাজিক শব্দ- ‘আমি তোমাকে ভালবাসি’!