“আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন”
চা বিক্রেতা পুষ্পল দাস জানান, “ছোটবেলা থেকেই শখ গান করার, তবে কোনও দিন মঞ্চে বা ভাল জায়গায় গান করার সুযোগ হয়নি। আগে স্বর্ণকারের কাজ করতাম বর্তমানে চায়ের দোকান করছি। চা প্রেমীদের মন জয় করতে বিভিন্ন সময় গায়কদের গান বাজিয়ে নিজে গান করে থাকি। ক্রেতাদের মন জয় করতে এমন চিন্তা ভাবনা। এতে দোকানে আসা ক্রেতারা আনন্দ পায়।”
advertisement
দোকানে আসা এক চা প্রেমী রাজু সাহা জানান, “সোশ্যাল মিডিয়ায় এই চা বিক্রেতার ভিডিও দেখেছিলাম। বিখ্যাত গায়কদের গান তিনি নিজের গলায় করছেন। তাঁর ভিডিও দেখার পর থেকে অনেকে আসছেন গান শুনতে এবং চা খেতে। চায়ের সাথে গানের আনন্দ আলাদাই অনুভূতি দেয়।”
প্রতিদিনই সন্ধ্যা নামলে এই চায়ের দোকানে চা খেতে এবং গান শুনতে ভিড় জমছে ক্রেতাদের। বিখ্যাত গায়কদের গানগুলো নিজের গলায় গেয়ে সকলের মন জয় করছেন তিনি। ক্রেতাদের আকর্ষণ করতে চা বিক্রেতার এমন কৌশল নজর কেড়েছে সকলের।
জিএম মোমিন





