ভুল শেভিং বা হেয়ার গ্রোথের বৃদ্ধির বিপরীত দিকে শেভিংযের ফলে এই সমস্য়া আরও বেড়ে যায়। ঘন ঘন চুল তুললে চুল আবার গজানোর জন্য ঠিকঠাক সময় পায় না। এই সমস্যা এড়াতে কিছু সতর্কতা অবলম্বন করা উচিত।
advertisement
শেভিং বা ওয়াক্সিং করার আগে ত্বক নরম করার জন্য ভাল মানের ময়েশ্চারাইজার ব্যবহার করুন, ত্বক নিরাপদ থাকবে। রেজার পরিষ্কার রাখাও গুরুত্বপূর্ণ। ব্যবহারের পর, রেজারটি ভালভাবে পরিষ্কার করা উচিত। অন্যথায় ব্যাকটেরিয়া সংক্রমণের ঝুঁকি থাকে। একইভাবে শুধুমাত্র ধারাল নতুন ব্লেড ব্যবহার করা উচিত। পুরানো ব্লেড দিয়ে শেভ করলে ত্বকের আরও ক্ষতি হতে পারে। চুলের বৃদ্ধির দিকে শেভ করা খুবই গুরুত্বপূর্ণ।
advertisement
(Disclaimer: এই প্রতিবেদনটি কেবলমাত্র সাধারণ তথ্যের জন্য, তাই বিস্তারিত জানতে হলে সর্বদা বিশেষজ্ঞের পরামর্শ নিন।)
Location :
Kolkata [Calcutta],Kolkata,West Bengal
First Published :
September 10, 2025 8:13 PM IST
বাংলা খবর/ খবর/লাইফস্টাইল/
পুরুষরা বারবার পড়ুন... আপনারও কি এই 'সমস্যা' হয়? 'ফোলাভাব' এড়ালে হতে পারে কঠিন অসুখ! ভুল অভ্যাসে 'ঝাঁঝরা' শরীর